কলকাতা, ১০ ডিসেম্বর : মহানগরী কলকাতায় জাঁকিয়ে শীত পড়া এখন শুধুই সময়ের অপেক্ষা। মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ১৮.২ ডিগ্রিতে। ফলে শীতের পরশ থাকলেও, জাঁকিয়ে ঠান্ডা এখনও অনুভূত হয়নি কলকাতায়। তবে জোরালো শীতের প্রত্যাশা অবশ্য রয়েছে। চলতি সপ্তাহের শেষেই কলকাতার তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কম হতে পারে।
চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকলেও, আগামী ২৪ ঘণ্টায় বিশেষ তারতম্য হবে না। অর্থাৎ আগামী দুই থেকে তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সামান্য কিছুটা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তারপর শুক্র-শনিবারে গিয়ে একধাক্কায় কলকাতায় কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমানতা অনেকটা কমে যেতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। আবার দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালের ঘন কুয়াশার পরিবেষ্টিত ছিল বীরভূমের সাঁইথিয়া এলাকা।