কৈলাসহর (ত্রিপুরা), ২১ আগস্ট : এলাকায় ত্রাস সৃষ্টিকারী এক দাগি চোরকে পাকড়াও করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকার জনতা। ঘটনা আজ সোমবার কাকভোরে কৈলাসহরের গোবিন্দপুর এলাকায় ঘটেছে।
গত কয়েকদিনের মতো আজও গোবিন্দপুরের বাসিন্দা জনৈক প্রদীপ সিনহার বাড়িতে চুরি করতে এসেছিল এক চোর। তখন তাকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে কৈলাসহর থানার হাতে তুলে দিয়েছেন বাড়ির মালিক সহ স্থানীয়রা।
জানা গেছে, দুদিন আগে কৈলাসহরের পার্শ্ববর্তী গোবিন্দপুর এলাকার দুটি বাড়ি থেকে রাতের অন্ধকারে পর পর দুটি বাইক চুরি হয়। কিন্তু ভোরের আলো ফুটে ওঠায় চোরেরা বাইকগুলো নিয়ে যেতে না পেরে সড়কের পাশে একটি জঙ্গল এলাকায় ফেলে চলে যায়। পরে স্থানীয়রা চুরি যাওয়া বাইক দুটি উদ্ধার করে মালিকদের সমঝে দেন।
পরবর্তীতে দুটি বাইকের মালিক পৃথক পৃথকভাবে চুরিকাণ্ডে জড়িতদের ধরে শাস্তি দিতে কৈলাসহর থানায় এজাহার দায়ের করেন। ওই ঘটনার রেশ কাটতে না-কাটতে আজ সোমবার কাকভোরে গোবিন্দপুর এলাকার প্রদীপ সিনহার বাড়িতে এক চোরকে চুরি করার সময় হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে কৈলাসহর থানার হাতে তুলে দেওয়া হয়।
ধৃত চোরের নাম সুমন চক্রবর্তী। তার বাড়ি কৈলাসহরের দুর্গানগর পাঁচ নম্বর ওয়ার্ডে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর। এ খবর লেখা পর্যন্ত দাগি চোর সুমন চক্রবর্তী থানার হেফাজতে রয়েছে।