আগরতলা : রাজধানী আগরতলা শহরের বাজারগুলিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার মহারাজগঞ্জ বাজারে।
মহকুমা শাসক অরূপ দেবের পৌরহিত্যে ব্যবসায়ি সমিতি ও খাদ্য দপ্তরের কর্মীদের নিয়ে আলোচনা সভায় গুরুত্ব পায় বাজারে কাঁচামালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। সদর মহাকুমাশাসক জানান, পেঁয়াজের দাম সামান্য বেশি। মূল্য কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে জন্য বিষয়টি আলোচনা করে দেখা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীদের কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান সদর মহকুমাশাসক।
প্রসঙ্গত, এই ধরনের বৈঠক হলেও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। প্রশাসনের কর্মীরা নিয়মিত বাজার অভিযানের পরেও নিয়ন্ত্রণ নেই কোন কিছুই। সবচেয়ে বড় বিষয় হল প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে দিলেও একাংশ ব্যবসায়ী তা মানছেন না। পকেটে কাটা হচ্ছে সাধারণ মানুষের। বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের।