দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্রিপুরায় বিজেপির সংগঠন মহামন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন জি আর রবীন্দ্র রাজু। তিনি অসমের যুগ্ম দায়িত্ব পালন করবেন। এদিকে, ওই দুই রাজ্যের দায়িত্বে থাকা ফণীন্দ্রনাথ শর্মাকে হরিয়ানায় সংগঠন মহামন্ত্রী পদে নিযুক্তি দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় মহাসচিব অরুণ সিংহ আজ এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছেন।
২০২৪-এর লোকসভা নিৰ্বাচনের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা দলের সাংগঠনিক ক্ষেত্রে ব্যাপক রদবদল করেছেন। সে অনুযায়ী ফণীন্দ্ৰনাথ শৰ্মাকে ত্রিপুরার সংগঠন মহামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে হরিয়ানার দায়িত্ব দিয়েছেন তিনি।
এদিকে, ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী পদে দায়িত্বপ্রাপ্ত জিআর রবীন্দ্ৰ রাজু রবীন্দ্র বিজেপির সাংগঠনিক ভবন নিৰ্মাণ কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও আছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক জিআর রাজু রবীন্দ্র দীৰ্ঘদিন অন্ধ্ৰপ্ৰদেশে প্ৰান্ত সংগঠন মহামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডাঃ) মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নবনিযুক্ত সংগঠন মহামন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে, আন্দামান–নিকোবরের বিজেপি সংগঠন মহামন্ত্রী হিসেবে নিযুক্তি পেয়েছেন বিবেক দধকর।