Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Tripura

1 year ago

Mayor Deepak:আগরতলার সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ কর্পোরেশন : মেয়র দীপক

Mayor Deepak
Mayor Deepak

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগরতলা শহরের সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন (এএমসি)। শহরবাসীর যথাযথ নাগরিক পরিষেবা প্রদানের জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, মেয়র দীপক মজুমদার।

আজ  এএমসি কমিশনার শৈলেশ কুমার যাদব, স্থানীয় কর্পোরেটর এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে মেয়র কর্পোরেশন এলাকার মধ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সংগ্রহ এবং পরিবহন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে কঠিন বর্জ্য সংগ্রহের যানবাহনগুলিকে ফ্ল্যাগ অফ করেন।

আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বড়জালা ওয়ার্কশপে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মেয়র বলেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সংগ্রহ ও পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য আগরতলা মিউনিসিপ্যালকর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগগুলির মধ্যে এটি অন্যতম।

এদিন চালুকৃত নতুন যানবাহনগুলির বিশদ বিবরণ প্রদান করে মেয়ের দীপক মজুমদার বলেন, এর মধ্যে রয়েছে মোট ৫১টি চার চাকার হপার ইলেকট্রিক টিপার, যা সরকারি ই-মার্কেট প্লেসের মাধ্যমে কেনা হয়েছে। সরকার কর্তৃক আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড এর সহায়তায়।

এই নতুন ধরনের যানবাহনগুলি জ্বালানি খরচ কমিয়ে দেবে এবং বিশেষ করে হোটেল/বাজার/অ্যাপার্টমেন্টের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে বর্জ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হবে। মেয়র আরও বলেন, বর্তমানে আমাদের রয়েছে ১৫টি টিপার ট্রাক। যার মধ্যে কয়েকটির বয়স প্রায় ১৫ বছরেরও বেশি এবং এই জাতীয় যানবাহন রক্ষণাবেক্ষণ করা খুব কষ্টকর এবং ব্যয়বহুল নয়। অতএব, নির্মাণ এবং ধ্বংস বর্জ্য সংগ্রহের দক্ষতা উন্নত করার জন্য চারটি টিপার ট্রাক সংগ্রহ করা হয়েছে। দীপক মজুমদার যিনি রামনগর বিধানসভা আসন থেকে নির্বাচিত একজন বিধায়কও।

তিনি বলেন, আগের সরকার জনগণের জন্য নয়, দলের স্বার্থে কাজ করেছিল এবং আন্তরিকতার অভাব ছিল। কিন্তু বর্তমান সরকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করে মৌলিক সেবা প্রদানে বদ্ধপরিকর। এই চিন্তা প্রক্রিয়ার ফলস্বরূপ, নতুন সুযোগ-সুবিধা প্রবর্তিত হচ্ছে এবং শহরটি একটি নতুন আকার পাচ্ছে। শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে বিভিন্ন নাগরিক পরিষেবার বিকাশ এবং নতুন পরিকাঠামো তৈরি করার জন্য একটি বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন।

You might also like!