আগরতলা, ৩ ডিসেম্বর : 'বাংলাদেশ চলো অভিযান' রুখতে আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি)-এর চতুর্দিকে ত্রিপুরা পুলিশ জোরদার নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। আশপাশ এলাকায় কয়েকটি ব্যারিকেড বসিয়েছে রাজ্য পুলিশ। হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক আহূত হাজার হাজার মানুষের অংশগ্রহণে সংগঠিত 'বাংলাদেশ চলো অভিযান' ইতিমধ্যে শুরু হয়েছে।