Tripura

22 hours ago

Tripura: আগরতলার আখাউড়া সীমান্তে 'বাংলাদেশ চলো অভিযান', জোরদার নিরাপত্তা ব্যবস্থা

ICP
ICP

 

আগরতলা, ৩ ডিসেম্বর : 'বাংলাদেশ চলো অভিযান' রুখতে আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি)-এর চতুর্দিকে ত্রিপুরা পুলিশ জোরদার নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। আশপাশ এলাকায় কয়েকটি ব্যারিকেড বসিয়েছে রাজ্য পুলিশ। হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক আহূত হাজার হাজার মানুষের অংশগ্রহণে সংগঠিত 'বাংলাদেশ চলো অভিযান' ইতিমধ্যে শুরু হয়েছে।


You might also like!