Technology

8 months ago

ভারতে লঞ্চ হল বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্ট ওয়াচ Pebble Royale

Pebble Royale
Pebble Royale

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওয়্যারেবল ব্র্যান্ড Pebble ভারতে একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে এবং এই ফোনটি গোটা বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্ট ওয়াচ বলে জানানো হচ্ছে। IP67 রেটিং এর পাশাপাশি এই ওয়াচে বিভিন্ন স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকিং ফিচার যোগ করা হয়েছে। নিচে এই লেটেস্ট ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Pebble Royale এর দাম এবং সেল

নতুন Pebble Royale স্মার্ট ওয়াচটি ভারতে মাত্র 4,299 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

পেবেল স্মার্ট ওয়াচটি কোম্পানির অনলাইন স্টোরের মাধ্যমে হুইস্কি ব্রাউন, কোবাল্ট ব্লু এবং পাইন গ্রীন কালারে সেল করা হচ্ছে।

Pebble Royale এর ফিচার

ডিজাইন: Pebble Royale ওয়াচে একটি গোল স্টেনলেস স্টীল ডায়াল সহ লেদার এবং সিলিকন স্ট্র্যাপ রয়েছে।

ডিসপ্লে: এই Pebble স্মার্ট ওয়াচটিতে অনেক ওয়াচ ফেস সহ 1.43-ইঞ্চির গোলাকার AMOLED অলওয়েজ-অন ডিসপ্লে দেওয়া হয়েছে।

ব্লুটুথ কলিং/ভয়েস অ্যাসিস্ট্যান্ট: Pebble Royale য়াচে ব্লুটুথ কলিং ফিচার যোগ করা হয়েছে এবং এতে বিল্ট-ইন ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট রয়েছে।

ব্যাটারি: স্মার্টওয়াচটি একবার চার্জ করলে 5 দিন পর্যন্ত ব্যাটারি বাপাক পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

হেলথ মোড: Pebble Royale ওয়াচে বিভিন্ন হেল্থ ট্র্যাকিং ফিচার রয়েছে। এতে হার্ট রেট মনিটর, SpO2 মনিটর, স্লিপ মনিটর, একটি স্মার্ট ক্যালকুলেটর এবং স্টেপ পেডোমিটার দেওয়া হয়েছে।

ফিটনেস মোড: বিভিন্ন ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য স্মার্ট ওয়াচটিতে বিভিন্ন স্পোর্টস মোড রয়েছে।

মজবুত: Pebble Royale ওয়াচটিকে জল এবং ধূলো থেকে বাঁচানোর জন্য IP67 রেটিং দেওয়া হয়েছে।

অন্যান্য: এছাড়াও এই ওয়াচে টাইমার, ওয়ার্ল্ড ক্লক, টর্চ এবং অন্যান্য ফিচার আছে।


You might also like!