দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আপডেট এলে, হঠাৎ করেই রিস্টার্ট হয়ে যায় মেশিন। মাইক্রোসফট এবার উইন্ডোজ ১১-এ নতুন আপডেট আনছে। এবার সিস্টেম আপডেট হলে আর মেশিন রিস্টার্ট করতে হবে না।
নতুন আপডেট
উইন্ডোজের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিকিউরিটি প্যাচ ইনস্টল হলে আপডেট হলে আর রিস্টার্ট হবে না। সঙ্গে আরও অনেক আপডেট আসবে। এক্স-বক্স ও অন্য উইন্ডোজ সার্ভারেও আপডেট হবে। উইন্ডোজ জানিয়েছে, এই আপডেটে ১৫০টি নতুন ফিচার পাবেন ব্যবহারকারীরা।
কী কী থাকবে
মাইক্রোসফট প্রত্যেকটি আপডেটের জন্য উইন্ডোজে নতুন নতুন ফিচার আনে। ভার্চুয়াল বেসড সিকিউরিটির মধ্যে এই আপডেট হয়। মাইক্রোসফট জানিয়েছে, এই আপডেটের ফলে পারফরম্যান্স আরও বাড়বে উইন্ডোজ ডিভাইসের।