
ইসলামাবাদ, ২১ নভেম্বর : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লোয়ার দির এলাকায় শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৭। পরবর্তী প্রভাবের আশঙ্কায় বহু মানুষ বাড়িঘর থেকে আতঙ্কে বেরিয়ে আসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই।
সূত্রের খবর, ভূকম্পের উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এলাকায়, ভূগর্ভের ৯৩ কিলোমিটার গভীরে। ভূতত্ত্ববিদদের মতে, কেন্দ্র যত গভীরে হয়, তত বেশি প্রভাব কম অনুভূত হয়। সাধারণত রিখটার স্কেলে তীব্রতা ৭ বা তার বেশি হলে ৪০ কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে বড় ধরনের কম্পন ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত , কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলেও শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। কলকাতার সঙ্গে কেঁপে ওঠে ঢাকাও। শুক্রবার সকালে ভূমিকম্পের জেরে বাংলাদেশের বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। তবে সেখানেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
