Technology

8 months ago

Vivo V30 Pro কমপ্যাক্ট ফিচার ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল, দাম কত

Vivo V30 Pro
Vivo V30 Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভারতের বাজারে আত্মপ্রকাশ করলো Vivo V30 স্মার্টফোন সিরিজ। নবাগত এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল এসেছে, যথা – Vivo V30 এবং Vivo V30 Pro। এদেশে উক্ত সিরিজের দাম ৩৩,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। বিশেষত্বের কথা বললে ডিসপ্লে, সেলফি ক্যামেরা, ব্যাটারি, অপারেটিং সিস্টেম ভার্সন, কানেক্টিভিটি বিকল্প এবং সিকিউরিটি বিভাগে ফোন দুটি একসমান ফিচার শেয়ার করে। তবে Vivo V30 এবং Vivo V30 Pro ফোনের প্রসেসর, গ্রাফিক্স কার্ড এবং রিয়ার ক্যামেরা বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্র। চলুন Vivo V30 সিরিজের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক৷

Vivo V30 Pro ফোনের দাম

ভারতে ভিভো ভি30 প্রো ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 8জিবি র‍্যাম এবং 256জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 41,999 টাকা। একইভাবে 12জিবি র‍্যাম এবং 512জিবি স্টোরেজ সহ ফোনটির টপ মডেল 46,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 17 মার্চ থেকে এই ফোনটি Andaman Blue এবং Classic Black কালারে সেল করা হবে।

Vivo V30 Pro ফোনের অফার

কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট সহ অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে ভিভো V30 প্রো ফোনের সেল শুরু হয়ে গেছে। vivo.in এর মাধ্যমে এই ফোনটি কিনলে HDFC এবং ICICI ব্যাঙ্কের ইউজাররা 10% ছাড় পাবেন। এই ফোনের 8GB মডেলে 4199 টাকা এবং 12GB মডেলে 4699 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে এই দুটি মডেলের দাম যথাক্রমে 37,800 টাকা এবং 42,300 টাকা হয়ে যাবে। এই ফোনটি 6 এবং 9 মাসের No Cost EMI এর মাধ্যমেও কেনা যাবে। ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি কিনলে HDFC এবং SBI কার্ড ইউজাররা 4200 টাকা ছাড় পাবেন।

Vivo V30 Pro ফোনের স্পেসিফিকেশন

স্ক্রীন: ভিভো ভি30 প্রো স্মার্টফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রীনটি 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে এবং 2800 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।

পারফরম্যান্স: এই ভিভো ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8200 আক্টা-কোর প্রসেসর রয়েছে।

রিয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে ওআইএস ফিচার সহ এবং এফ/1.88 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.0 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/1.85 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: ভিভো ভি30 প্রো ফোনের সেলফি ক্যামেরা এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে অন্যতম। কোম্পানি তাদের এই নতুন মোবাইলটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করেছে। এতে অটো ফোকাস গ্রুপ ফোটো ফিচার রয়েছে। এই ক্যামেরা সেন্সরটি এফ/2.0 অ্যাপারচারযুক্ত একটি 5পি লেন্স এবং এটি 92° ভিউ ফিল্ড সাপোর্ট করে।

মেমরি: Vivo V30 Pro 5G-তে 12জিবি র‍্যাম রয়েছে। এই মোবাইলটি 12জিবি এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্ট করে যা ফিজিক্যাল র‍্যামের সাথে যুক্ত হয়ে এতে 24জিবি র‍্যামের পারফরম্যান্সদিতে সক্ষম। এতে 512জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V30 Pro 5G ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।


You might also like!