দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক বছরের মধ্যে ভিভো টি2 স্মার্টফোনের উত্তরসূরি লঞ্চ করে ফেলল ভিভো। গত বছর এপ্রিলে বাজারে এসেছিল টি2 5G স্মার্টফোন। আজ অর্থাৎ 21 মার্চ 2024-এ লঞ্চ হল ভিভো টি3 5G স্মার্টফোন। দু’ধরনের স্টোরেজ ক্যাপাসিটি পাওয়া যাবে এই হ্যান্ডসেটে। অপারেটিং সিস্টেম মিলবে অ্যান্ড্রয়েড 14। শক্তিশালী ব্যাটারি ক্যাপাসিটির সঙ্গে এতে ফাস্ট চার্জিং প্রযুক্তিও পাওয়া যাবে।
ভিভো টি2 5G : দাম ও অফার
ভিভো টি3 স্মার্টফোনের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে - 8GB+128GB যার দাম 19,999 টাকা এবং 8GB+256GB যার দাম 21,999 টাকা। কুড়ি হাজার বাজেটের মধ্যেই রাখা হয়েছে স্মার্টফোনের দাম। তবে ব্যাঙ্ক ডিসকাউন্টের মাধ্যমে এটি আরও সস্তায় কিনতে পারবেন। রঙের ক্ষেত্রে ক্রিস্টাল ফ্লেক এবং কসমিক ব্লু অপশন পাওয়া যাবে। 27 মার্চ অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে শুরু হবে ফোনের সেল।
ভিভো টি3 5G : স্পেসিফিকেশন
ভিভো টি3 5G স্মার্টফোনে রয়েছে 6.67 ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস। বর্তমানে প্রায় সব স্মার্টফোনেই গেমিং, সোশ্যাল মিডিয়া ও ভিডিয়ো স্ট্রিমিং করা হয়। যা বেশ চাপ তৈরি করে প্রসেসরের উপর। এই চাপ সহ্য করার জন্য Octa Core MediaTek Dimensity 7200 প্রসেসর দিয়েছে সংস্থা।
8 জিবি ব়্যাম এবং 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে এই স্মার্টফোনে। যদিও মাইক্রো SD কার্ড দিয়ে তা বাড়াতে পারবেন। ফোনে অপারেটিং সিস্টেম রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14। সফটওয়্যার এবং প্রসেসরের পাশাপাশি ক্যামেরাতেও মনোযোগ দিয়েছে ভিভো।
ব্যাক প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল সোনি IMX882 সেন্সর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেসন সাপোর্ট এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। এতে LED ফ্ল্যাশ ইউনিট সাপোর্ট রয়েছে। ফোনের সামনে মিলবে হোল পাঞ্চ কাট-আউট যার মধ্যে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
ব্যাটারির ক্ষেত্রে ভিভো নিয়ে এসেছে 5,000mAh ব্যাটারি প্যাক। স্মার্টফোনে বর্তমানে যে হারে মাল্টি-টাস্কিং করা হয় তার জন্য এই শক্তিশালী ব্যাটারি প্যাক দরকার পড়ে। দ্রুত চার্জিংয়ের জন্য ফোনে রয়েছে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে 5G, 4G VOLTE, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3 এবং USB টাইপ-সি। ফোনে মিলবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP64 রেটিং।