দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমারুতি সুজুকির এন্ট্রি-লেভেল গাড়ি এস-প্রেসোর দাম কমাল সংস্থা। বেশ কয়েকটি ভ্যারিয়েন্টের দাম কমানো হয়েছে। এই গাড়ি ম্যানুয়াল এবং অটোমেটিক দুই বিকল্পেই পাওয়া যায়। মারুতি এস-প্রেসো হ্যাচব্যাক হলেও গাড়ির ডিজাইন অনেকটাই এসইউভির মতো। যে কারণে চার চাকাটি বিক্রির পরিসংখ্যানও বেশ ভালো।শোরুমে ক্রেতাদের ভিড় বাড়াতে মার্চের শুরুতে গাড়ির দাম কমানোর কথা ঘোষণা করল এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India)। সংস্থার জনপ্রিয় Hector SUV গাড়িটি কিনতে ৯৬,০০০ টাকা কম খরচ হবে। দাম এখন ১৩.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। যেখানে আগে খরচ পড়ত ১৪.৯৫ লাখ টাকা (এক্স-শোরুম)।
MG Hector SUV-র দাম কমল
দাম কমানোর পাশাপাশি এমজি দুই নয়া মডেল লঞ্চের মাধ্যমে হেক্টর ভ্যারিয়েন্টের লাইনআপ পুনর্বিন্যস্ত করেছে। এগুলি হল – Shine Pro ও Select Pro। ভ্যারিয়েন্ট দুটির মূল্য যথাক্রমে ১৫.৯৯ লাখ ও ১৭.২৯ লাখ টাকা (এক্স-শোরুম)। Shine Pro মডেলটি Style ও Select Pro-এর মাঝের শূন্যস্থান পূরণ করেছে। আবার Select Pro ট্রিমটি Shine Pro ও Smart Pro-এর মধ্যে অবস্থান করছে। এর ফলে এখন সবচেয়ে দামি মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে Savvy Pro। এটি কিনতে এখন খরচ পড়বে ২২.৬৭ লাখ টাকা (এক্স-শোরুম)।
MG Hector-এর নতুন ভ্যারিয়েন্টদ্বয় সংশ্লিষ্ট সেগমেন্টে বৃহত্তম পোর্ট্রেট টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম পেয়েছে। ১৪ ইঞ্চির এই ডিসপ্লে বিভিন্ন ফিচার প্রদান করবে। উভয় ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে অল ব্ল্যাক থিম, এবং একটি ব্রাশ মেটাল ফিনিশ সহ লেদারে মোড়ানো স্টিয়ারিং। আবার সেগমেন্টের প্রথম বৈশিষ্ট্য হিসেবে এটি পেয়েছে ডিজিটাল ব্লুটুথ কি এবং কি শেয়ারিং ক্যাপাবিলিটি। এছাড়া রয়েছে ইঞ্জিন স্টার্ট/স্টপ বাটন।
সেফটি ফিচার্সের মধ্যে দেওয়া হয়েছে ইলেকট্রিক পার্কিং ব্রেক, ক্রুজ কন্ট্রোল, চার চাকায় ডিস্ক ব্রেক, হিল হোল্ড কন্ট্রোল, ইবিডি সমেত এবিএস, ব্রেক অ্যাসিস্ট, ফ্রন্ট ফগ ল্যাম্প, স্পিড সেন্সিং অটো ডোর লক, চাইল্ড সিট অ্যাঙ্কর, হাই স্পিড ওয়ার্নিং অ্যালার্ট, ফলো মি হোম হেডল্যাম্প, কর্নারিং ফ্রন্ট ফগ ল্যাম্প ইত্যাদি।
MG Hector Shine Pro ও Select Pro ভ্যারিয়েন্ট দুটি একটি ১.৫ লিটার টার্বো পেট্রোল এবং ২.০ লিটার ডিজেল ইঞ্জিন সমেত বেছে নেওয়া যাবে। টার্বো পেট্রোল ইঞ্জিন মডেলটি ম্যানুয়াল অথবা সিভিটি ট্রান্সমিশনে উপলব্ধ। জানিয়ে রাখি, Shine Pro মডেলটি কেবলমাত্র ফাইভ সিটার কনফিগারেশনে বেছে নেওয়া যাবে। যেখানে Select Pro ভ্যারিয়েন্টে উপলব্ধ ৫ ও ৭-সিটার অপশন।