Technology

8 months ago

50MP ক্যামেরা সহ লঞ্চ হল নতুন ফ্লিপ স্মার্টফোন, চাপে পড়বে অন্যান্য ব্র্যান্ড

nubia Flip 5G
nubia Flip 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওপ্পো (Oppo) ও ভিভো (Vivo)-এর মতো স্মার্টফোন ব্র্যান্ডগুলি যেখানে তাদের ফোল্ডেবল প্রজেক্টগুলিকে স্থগিত করার চিন্তাভাবনা করছে, সেখানে চীনের আরেক সুপরিচিত ব্র্যান্ড, নুবিয়া (Nubia) তাদের নিজস্ব ফোল্ডেবল ডিভাইসগুলিকে বাজারে আনার ক্ষেত্রে মনোযোগের সাথে কাজ করে চলেছে৷ নুবিয়া শুধুমাত্র একটি নয়, দুই ধরনের ফোল্ডিং ডিজাইনের ওপর নিরলসভাবে কাজ করছে – একটি হল ক্ল্যামশেল ফর্ম ফ্যাক্টর এবং অপরটি হল বুক-স্টাইল। আর এখন কোম্পানির প্রথম ক্ল্যামশেল ফোল্ডিং ফোন, Nubia Flip 5G চীনের 3C (CCC) প্ল্যাটফর্মে হাজির হয়েছে। এই পাবলিক সার্টিফিকেশনটি ডিভাইসটির আসন্ন লঞ্চের দিকে ইঙ্গিত করছে। এখনও পর্যন্ত Nubia Flip 5G সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

nubia Flip 5G এর দাম

এই ফোনের দাম $599 (প্রায় 49,652 টাকা) থেকে শুরু হবে বলে জানা গেছে। এর ফলে এই ফোনটি বাজারে সবচেয়ে সস্তা ফোল্ডিং ফোনের তালিকায় টপে স্থান পাবে। নুবিয়া জানিয়ে দিয়েছে এই ফোনটি কালো এবং সোনালী রঙে পেশ করা হবে।

ভারতে কি লঞ্চ হবে nubia Flip 5G?

নুবিয়া এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট বা বাজারে েল সম্পর্কে কোনো তথ্য জানায়নি, তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনের সেল শুরু হবে। এটি ইন্ডিয়ায় লঞ্চ হওয়ার সম্ভাবনা খুব কম কারণ Nubia ফোনগুলি ইন্ডিয়ায় সেল করা হয় না। তাই ইন্ডিয়ান গ্রাহকরা হতাশ হবেন কারণ এই ফোনটি ইন্ডিয়াতে পাওয়া যাবে না।

nubia Flip 5G এর স্পেসিফিকেশন

নুবিয়া ফ্লিপ 5G ফোনে 1,188 x 2,790 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সহ 6.9 ইঞ্চির ফোল্ডয়েবল OLED ডিসপ্লে রয়েছে। মেইন প্যানেলটির সঙ্গে 466 x 466 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 1.43 ইঞ্চির গোলাকার কভার স্ক্রিন দেওয়া হয়েছে।

ফোনের ব্যাক প্যানেলে অবস্থিত 50MP প্রাইমারি ক্যামেরা ব্যাবহার করে সেলফি তোলার সময় এই কভার স্ক্রিনটি ভিউফাইন্ডার হিসেবে কাজ করে। কল করার জন্য, মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল করা এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য দেখার জন্য এই স্ক্রিন ব্যাবহার করা যেতে পারে।

নুবিয়া ফ্লিপ 5G ফোনে একটি ডুয়েল-রেল সাসপেন্ডেড হিঞ্জ দেওয়া হয়েছে যা 200,000 এর অধিক আনফোল্ড করা যাবে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। সেলফির জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33W চার্জিং সাপোর্টেড 4,310mAh ব্যাটারি রয়েছে।

You might also like!