Technology

1 month ago

ভারতে লঞ্চ হল Lenovo Tab M11, রয়েছে শক্তিশালী 7,040mAh Battery

Lenovo Tab M11
Lenovo Tab M11

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ CES 2024 ইভেন্ট চলাকালীন Lenovo আনুষ্ঠানিকভাবে তাদের লেটেস্ট Lenovo Tab M11 ট্যাবলেট উন্মোচন করেছিল। চলতি মাসে ডিভাইসটির জন্য একাধিক টিজার ইমেজ শেয়ার করেছিল সংস্থাটির ভারতীয় শাখা। আর অবশেষে এই ট্যাবলেট ভারতের বাজারে লঞ্চ হল। ফিচার হিসাবে এতে – WUXGA ডিসপ্লে প্যানেল, 8 মেগাপিক্সেলের ওয়েবক্যাম, অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং 7,040 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। এদেশে এর দাম 18,000 টাকারও কম রাখা হয়েছে। চলুন Lenovo Tab M11 ট্যাবলেটের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভারতে Lenovo Tab M11 ট্যাবলেটের দাম এবং উপলব্ধতা

এদেশে লেনোভো ট্যাব এম11 ট্যাবলেট এর মূল্য ধার্য করা হয়েছে 17,999 টাকা। এটি সীফোম গ্রীন কালারে এসেছে। আগ্রহীদের জানিয়ে রাখি, আজ থেকেই আপনারা সংস্থার ওয়েবসাইট, লেনোভো এক্সক্লুসিভ স্টোর সহ অন্যান্য ই-রিটেলার ওয়েবসাইট থেকে ট্যাবলেটটি কিনতে পারবেন।

Lenovo Tab M11 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ট্যাবে 1920 × 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেদ 11-inch WUXGA ডিসপ্লে দেওয়া হয়েছে। এই IPS LCD স্ক্রিন 90Hz refresh rate এবং 400nits brightness সাপোর্ট করে।

ওএস: Lenovo Tab M11 ট্যাব Android 13 সহ পেশ করা হয়েছে। এতে 2 বছর Android upgrades এবং 2 বছর security patch আপডেট দেওয়া হবে।

প্রসেসর: Lenovo Tab M11 ট্যাবে 2.0Ghz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G88 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে Mali-G52 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ট্যাবে 8GB RAM এর সঙ্গে 128GB storage রয়েছে। এতে LPDDR4X RAM + eMMC ROM টেকনোলজি যোগ করা হয়েছে। এছাড়া স্টোরেজ বাড়ানোর জন্য এতে microSD card slot পর্যন্ত দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ট্যাবের ব্যাক প্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত এবং 77° FOV সাপোর্টেড 13MP Rear Camera রয়েছে, একইভাবে ভিডিও কনফারেন্সের জন্য এতে 8MP Selfie Camera যোগ করা হয়েছে।

ব্যাটারি: Lenovo Tab M11 ট্যাবে 15W Charging সাপোর্টেড 7,040mAh Battery দেওয়া হয়েছে।


You might also like!