দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভারতে 1 এপ্রিল আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড সিই 4। একগুচ্ছ ফিচার্স এবং সুপারফাস্ট চার্জিং থাকবে এই ফোনে। ওয়ানপ্লাস নর্ড সিই 3 ভারতে যে সাড়া পেয়েছে তা থেকে অনুমান করা যায়, এই ফোনটি ভালো সাড়া ফেলবে ভারতে। 100W SuperVOOC ফাস্ট চার্জিংয়ের সঙ্গে এতে থাকবে 8GB ব়্যাম, এদিন ফোনের দামও ফাঁস হয়ে গিয়েছে।
OnePlus Nord CE 4 ফোনের প্রসেসর
OnePlus Ace 3V ফোনটি বিশ্বের প্রথম Qualcomm Snapdragon 7+ Gen 3 চিপসেট সহ স্মার্টফোন। তবে ভারতে ওয়ানপ্লাসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে Nord CE 4 স্মার্টফোনটি Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট সহ লঞ্চ করা হবে। ফলে ভারতে আসন্ন ফোনটি প্রসেসিঙের ক্ষেত্রে চীনে পেশ হওয়া স্মার্টফোনটির তুলনায় কিছুটা পিছিয়ে থাকবে।
জানিয়ে রাখি এই Qualcomm Snapdragon 7 Gen 3 অক্টাকোর প্রসেসরটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.63Ghz (Cortex-A715) ক্লক স্পীডে কাজ করে। অন্যদিকে Snapdragon 7 Gen 3 চিপে 2.8GHz Cortex-X4 কোর দেওয়া হয়েছে। ওয়ানপ্লাসের পক্ষ থেকে বলা হয়েছে এই চিপসেট CPU performance 15% এবং GPU performance 50% পর্যন্ত বাড়াতে পারে।
OnePlus Nord CE 4 ফোনটির RAM এবং মেমরি
ভারতে OnePlus Nord CE 4 স্মার্টফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হবে। কোম্পানি পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটিতে 256GB Storage দেওয়া হবে। এই স্মার্টফোনটিতে 8GB Virtual RAM থাকবে। এই ফোনটি LPDDR4x + UFS 3.1 Storage টেকনোলজিতে কাজ করবে। এই ফোনটিতে মাইক্রোএসডি সাপোর্ট করবে যার মাধ্যমে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
চীনে OnePlus Ace 3V স্মার্টফোনটি 16GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 512GB Storage দেওয়া হয়েছে। এটি ভারতীয় মডেলের তুলনায় যথেষ্ট বেশি। এই স্মার্টফোনটিতে LPDDR5x RAM + UFS 4.0 storage সাপোর্ট করে যা OnePlus Nord CE 4 ফোনটির থেকে যথেষ্ট বেশি অ্যাডভান্স। জানিয়ে রাখি OnePlus Ace 3V স্মার্টফোনটিতে এসডি কার্ড সাপোর্ট দেওয়া হয়নি।
OnePlus Nord CE 4 এর ডিসপ্লে
Nord CE 4 স্মার্টফোনটি AMOLED Displa সহ লঞ্চ করা হবে। এই ফোনটি FHD+ রেজলিউশন সহ 120Hz refresh rate এ কাজ করবে। তবে চীনে লঞ্চ হওয়া OnePlus Ace 3V স্মার্টফোনটিতে 1.5K রেজলিউশন এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন সাইজ 6.74 ইঞ্চির এবং Nord CE 4 ফোনটিতেও একই মাপের স্ক্রিন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি চীনে মডেলের রেজলিউশন বেশি। আবার নিটস ব্রাইটনেস ক্ষেত্রেও তফাৎ থাকতে পারে। OnePlus Ace 3V স্মার্টফোনটিতে 2160Hz PWM dimming এবং 2150nits brightness দেওয়া হয়েছে।
OnePlus Nord CE 4 এর ব্যাটারি
কোম্পানির পক্ষ থেকে ব্যাটারি সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, তবে স্মার্টফোনটিতে 5,000mAh Battery সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে OnePlus Nord CE 4 5জি ফোনটিতে 100W SUPERVOOC ফিচার সাপোর্ট দেওয়া হবে।
OnePlus Nord CE 4 5G ফোনটিতে মাত্র 15 মিনিট চার্জিঙে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটিতে ওয়্যারলেস চার্জিং দেওয়া সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
OnePlus Nord CE 4 এর ক্যামেরা
OnePlus Nord CE 4 5G ফোনটিতে ডুয়েল ক্যামেরা দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর দেওয়া হতে পারে। এই ফোনটিতে 8 Megapixel Ultra Wide Angle lens সেকেন্ডারি ক্যামেরাও যোগ করা হতে পারে। আবার সেলফি এবং রিলসের জন্য OnePlus Nord CE 4 স্মার্টফোনটি 16 Megapixel Front Camera সহ লঞ্চ করা হতে পারে।
ভারতে OnePlus Nord CE 4 ফোনটির লঞ্চ ডিটেইলস
1 এপ্রিল ভারতে OnePlus Nord CE 4 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে। এই দিন কোম্পানি একটি ইভেন্টের আয়োজন করবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই নতুন ওয়ানপ্লাস স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। 1 এপ্রিল সন্ধ্যা 6টা 30 মিনিটে ভারতে লঞ্চ ইভেন্ট শুরু হবে এবং এই মঞ্চ থেকেই ফোনটির দাম, সেল ডিটেইল ও অফার সম্পর্কে জানানো হবে।
ফোনটি লঞ্চের আগেই কোম্পানি পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে Nord CE 4 স্মার্টফোনটি Dark Chrome এবং Celadon Marble কালারে সেল করা হবে। এই স্মার্টফোনটির প্রোডাক্ট পেজ ওয়ানপ্লাস ওয়েবসাইট সহ শপিং সাইট আমাজনেও লাইভ করে দেওয়া হয়েছে, ফলে বোঝাই যাচ্ছে ইউজারা OnePlus Nord CE 4 ফোনটিকে আমাজন ডট ইন থেকে কিনতে পারবে।