Technology

1 month ago

রেডমি, রিয়েলমদের টেক্কা দিতে লঞ্চ হল Infinix Note 40 Pro, Pro 5G ও Pro+ 5G

Infinix Note 40 Pro, Pro 5G ও Pro+ 5G
Infinix Note 40 Pro, Pro 5G ও Pro+ 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অবশেষে ইনফিনিক্স আজ তাদের বহু প্রতীক্ষিত Infinix Note 40 সিরিজের ওপর থেকে পর্দা সরালো। এই লেটেস্ট লাইনআপটি মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে এবং এতে স্ট্যান্ডার্ড, Pro, Pro 5G ও Pro+ 5G সহ মোট চারটি ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলগুলি 2022 সালে লঞ্চ হওয়া Infinix Note 30 এবং Note 30 Pro-এর উত্তরসূরি হিসাবে এসেছে৷ সাম্প্রতিক Note 40 সিরিজের সবকটি মডেলেই অত্যাধুনিক হেলো এআই (Halo AI) লাইটনিং এফেক্ট সহ একইরকম ডিজাইন দেখা যায়৷ আসুন এখন Note 40 সিরিজের 4G কানেক্টিভিটি যুক্ত মডেল দুটি, অর্থাৎ Infinix Note 40 এবং Infinix Note 40 Pro-এর দাম, সকল স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Infinix Note 40 Pro 5G ফোনের দাম

Infinix Note 40 Pro 5G ফোনটি 8GB LPDDR4x RAM সহ লঞ্চ করা হয়েছে এবং এর সঙ্গে 256GB UFS 2.2 storage দেওয়া হয়েছে। এই ফোনটির দাম 289 ইউএস ডলার অর্থাৎ প্রায় 23,900 টাকা রাখা হয়েছে।

Infinix Note 40 Pro+ 5G ফোনের দাম

Infinix Note 40 সিরিজের সবচেয়ে বড় মডেল Infinix Note 40 Pro+ 5G ফোনে 12GB LPDDR4x RAM + 256GB UFS 2.2 storage রয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে 309 ইউএস ডলার অর্থাৎ প্রায় 25,500 টাকা।

Infinix Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই দুটি স্মার্টফোনে 2436 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এচডি+ কার্ভড AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1300 নিট ব্রাইটনেস এবং 2160 হার্টজ পিডব্লিউএম ডিমিং ফিচার সাপোর্ট করে।

প্রসেসর: Infinix Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G ফোনদুটি অ্যান্ড্রয়েড 14 এবং এক্সওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনগুলিতে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেন্সিটি 7020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনগুলিতে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এই সেটআপে ওআইএস ফিচার সাপোর্টেড এফ/1.75 অ্যাপারচারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই সেটআপে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা এবং রিল তৈরি করার জন্য Infinix Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G ফোনে f/2.2 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই Infinix স্মার্টফোনগুলিতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর মধ্যে Infinix Note 40 Pro 5G ফোনে 45 ওয়াট চার্জিং এবং Infinix Note 40 Pro+ 5G ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। উভয় ফোনেই 20 ওয়াট ওয়ায়ারলেস চার্জিং টেকনোলজি রয়েছে।

অন্যান্য: Infinix Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G ফোনগুলি IP53 রেটিং সহ পেশ করা হয়েছে। এতে 14 5G ব্যান্ড, NFC, Bluetooth 5.3, IR Blaster, JBL Stereo speakers এবং ডুয়াল মাইক্রোফোনের মতো প্রয়োজনীয় ফিচার পাওয়া যায়।


You might also like!