Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Technology

2 months ago

ভারতের বাজারে Honda-র নতুন ক্রুজার-স্টাইলের বাইক, দাম সহ রইল বিস্তারিত তথ্য!

Honda Rebel 500
Honda Rebel 500

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সম্প্রতি কোম্পানিটির পক্ষ থেকে দেশের বাজারে একটি নতুন 500cc মোটরসাইকেল লঞ্চ করা হয়েছে। বাইকটিতে দুর্দান্ত রেট্রো স্ট্রাইলের সুবিধাও প্রদান করেছে কোম্পানিটি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, সম্প্রতি Honda –এর পক্ষ থেকে দেশের বাজারে Rebel 500 ক্রুজার বাইক লঞ্চ করা হয়েছে। এই বাইকটির দাম করা হয়েছে 5.12 লক্ষ টাকা (এক্স শোরুম)। কোম্পানিটির পক্ষ থেকে বিগ উইং ডিলারশিপগুলির মাধ্যমে এই মোটরসাইকেলটিকে বিক্রি করা হবে।  কেউ চাইলে সংস্থার ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও বুক করতে পারবেন। 2025 সালের জুন মাস থেকে বাইকটির ডেলিভারি শুরু করবে হন্ডা। বর্তমানে গুরুগ্রাম, মুম্বাই ও বেঙ্গালুরুর বিগউইং ডিলারশিপ থেকে বুক করা যাচ্ছে এই বাইক। Honda Rebel 500-র হাত ধরে সংস্থা ভারতের বাজারে নতুন ক্রুজার সেগমেন্টে প্রবেশ করেছে।

Honda Rebel 500 – স্টাইলিং ও রঙে ক্লাসিক টাচ- হোন্ডা রেবেল ৫০০ বাইকটিতে রয়েছে একটি টাইমলেস ক্লাসিক ক্রুজার ডিজাইন – হাই মাউন্টেড ফুয়েল ট্যাঙ্ক, নিচু সিট পজিশন এবং সরু টেইল ডিজাইন এই বাইকটিকে দিয়েছে সিম্পল অথচ স্টাইলিশ লুক। বাইকটির থিম সম্পূর্ণ ব্ল্যাকড-আউট এবং এটি শুধুমাত্র একটি রঙে পাওয়া যাবে, যা হচ্ছে ম্যাট গানপাউডার ব্ল্যাক মেটালিক।

পাওয়ারফুল ইঞ্জিন ও আধুনিক ফিচার- রেবেল ৫০০-তে রয়েছে একটি ৪৭১ সিসি প্যারালাল-টুইন লিকুইড-কুল্ড ইঞ্জিন, যা ৮,৫০০ আরপিএমে ৪৬ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএমে ৪৩.৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনটির সঙ্গে যুক্ত করা হয়েছে একটি ছয়-গিয়ারযুক্ত গিয়ারবক্স। ফিচার হিসাবে বাইকটিতে রয়েছে একটি এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যা প্রয়োজনীয় তথ্য সহজেই দৃশ্যমান করে।


হার্ডওয়্যার- এই ক্রুজার বাইকের সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে Showa টুইন শক অ্যাবজর্বার। ব্রেকিংয়ের দিক থেকে, সামনের চাকা নিয়ন্ত্রণ করে ২৯৬ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় উপস্থিত ২৪০ মিমি ডিস্ক। নিরাপত্তার জন্য ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। 

Honda Rebel 500 বাইকটি ১৬ ইঞ্চির অ্যালয় হুইলস-এর ওপর চলে, যার সামনের টায়ার সাইজ ১৩০/৯০-১৬ এবং পিছনের টায়ার ১৫০/৮০-১৬। এগুলি একটি স্থিতিশীল ও আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা প্রদান করবে বলে সংস্থার দাবি।

প্রসঙ্গত, Honda Rebel 500 ভারতের ক্রুজার বাইক বাজারে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে। ক্লাসিক লুক, শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে এটি শহুরে ও হাইওয়ে—উভয় ধরনের রাইডারের জন্যই একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে। এখন দেখার বিষয়, ভারতীয় বাইকপ্রেমীরা এই নতুন অফারিং কতটা সাড়া দেয়।  

You might also like!