দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফোন বা অন্য কোনও গ্যাজেট হারিয়ে ফেলেছেন? খুঁজতে সাহায্য করে Google Find My Device। কিন্তু এর সঙ্গে যোগ হতে চলেছে নতুন দুটি ফিচার। যার মধ্যে একটি আলট্রা উয়াইড ব্যান্ড এবং অন্যটি আগুমেন্টেড রিয়ালিটি। যদিও ফিচারদুটি এখনও আপগ্রেড করা হয়নি।
কী কী সুবিধা হবে?
নতুন এই ফিচার চালু করার ফলে কোনও হারানো ডিভাইস সহজেই খোঁজা সম্ভব হবে। কারণ এর ফলে অ্য়ান্ডরয়েড ডিভাইসগুলি দিয়ে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা সহজ হবে। এবং সহজেই খোঁজ মিলবে হারানো ফোনের।
কীভাবে কাজ করবে এই ডিভাইস?
Google Find My Device এ কীভাবে আলট্রা উয়াইড ব্যান্ড এবং আগুমেন্টেড রিয়ালিটি ডিভাইস কাজ করবে তা জানা যায়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন কোডিং আপগ্রেডেশনের পরেই এই সুবিধা মিলবে।