
নয়াদিল্লি, ১৩ নভেম্বর : দূষণ পরিস্থিতির উন্নতি হওয়ার চিহ্ন নেই দিল্লিতে। রাজধানীর বাতাস এখনও দূষিতই। বৃহস্পতিবার সকালে দূষণে একেবারে নাজেহাল অবস্থা ছিল রাজধানীতে। এদিন ভোরবেলা ও সকালে মহাত্মা গান্ধী মার্গ ও কর্তব্য পথের আশেপাশের এলাকা ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। দূষণের জেরে চিন্তায় রাজধানীর বাসিন্দারা।
এদিন ভোরে দিল্লির দরিয়াগঞ্জ এলাকায় দূষণ-সূচক ছিল ৪৫৫, যা ‘ভয়ঙ্কর’ শ্রেণিতে পড়ে। ঘন ধোঁয়াশার জন্য সকালেও আলো জ্বালিয়ে চলছিল গাড়ি। ইন্ডিয়া গেট ও কর্তব্য পথের কাছেও পরিবেশ ছিল ধোঁয়াশায় মোড়া। অধিকাংশ জায়গাতেই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৪০০ ছাড়িয়ে যায়। এদিন দিল্লির চাঁদনি চকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৪৫৫, ওয়াজিরপুরে ৪৫২, রোহিণীতে ৪৪৭, জাহাঙ্গীরপুরীতে ৪৪৭, আরকে পুরমে ৪৪০, মুন্ডকায় ৪৩৮, অশোক বিহারে ৪৩৮, আইটিও–তে ৪৩৮, বিবেক বিহারে ৪৩৪, নেহেরু নগরে ৪৩৪, বুরারি ক্রসিং এলাকায় ৪৩৩, নারেলায় ৪৩২, আনন্দ বিহারে ৪৩১, পাঞ্জাবী বাগে ৪২৮, সোনিয়া বিহারে ৪২৫, পাটপারগঞ্জ এলাকায় ৪২১, ডাঃ কার্নি সিং শুটিং রেঞ্জ এলাকায় ৪১৭, ওখলা ফেজ-২ এলাকায় ৪১৭, জেএলএন স্টেডিয়ামে ৪০৯, পুসা–য় ৪০২, মন্দির মার্গ এলাকায় ৪০২, আয়া নগরে ৪০০, দ্বারকা সেক্টর-৮ এও এদিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪০০।
