Technology

7 months ago

Amazon Bazaar: বাজারে এল অ্যামাজনের 'বাজার', নয়া কি পসরা থাকবে বেজোসের সংস্থায়

Amazon Bazaar (File Picture)
Amazon Bazaar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অল্প দামে জিনিস কেনার জন্য আদর্শ জায়গা মিশো। এছাড়া ফ্লিপকার্টও বিশেষ পিছনে নেই। এবার সেসবকে টক্কর দিতে এসে গেল অ্যামাজনের বাজার।

অনলাইন শপিং এবার আরও মজাদার। এতদিন সস্তায় বিভিন্ন ধরনের জিনিস কেনার ওয়ান স্টপ সলিউশন ছিল মিশো। এছাড়া ফ্লিপকার্ট, ইত্যাদি তো আছেই। এবার সেসবকে টক্কর দিতে প্রস্তুত অ্যামাজন। এই ইকমার্স সাইটের তরফে নিয়ে আসা হল নতুন স্টোর, নাম বাজার। ভারতে এই অ্যামাজন বাজার থেকে পাওয়া যাবে সাজগোজের জিনিস রহ রোজকার জীবনের নানা জিনিস। ফলে বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে যে এটার সঙ্গে এবার টক্কর হবে মিন্ট্রা, আজিও, মিশো, ফ্লিপকার্টের।

অ্যামাজন বাজার কী?

এটি একটি নতুন স্টোর যা অ্যামাজন ইন্ডিয়ার অ্যান্ড্রয়েড অ্যাপে এখন পাওয়া যাচ্ছে। এখানে বহু আনব্র্যান্ডেড কোম্পানির জিনিস যেমন জামা কাপড়, গয়না, ব্যাগ, জুতো, ইত্যাদি পাওয়া যাচ্ছে। বাদ যাচ্ছে না রান্নাঘরের জিনিস থেকে শুরু করে, বাথরুমের জিনিস, ঘর সাজানোর জিনিস, ইত্যাদি।

আর এই নতুন স্টোরের বিষয়ে সব থেকে মজার এবং আকর্ষণীয় ব্যাপার হল এর দাম। দারুণ সস্তায় এখান থেকে জিনিস কেনা যাবে। কারণ এখানে সমস্ত প্রোডাক্ট সোজাসুজি সব ফ্যাক্টরি থেকে আসবে।

অ্যামাজন ইন্ডিয়ার স্পোকপার্সন জানিয়েছেন 'আমাদের কাস্টমার এবং থার্ড পার্টি বিক্রেতাদের জন্য আমরা বিভিন্ন ধরনের জিনিস আনছি, বিনিয়োগ করছি। অ্যামাজন ডট ইনে আমরা অ্যামাজন বাজার নিয়ে এসেছি সেখানে দারুণ সস্তায় সবাই ফ্যাশন এবং বিভিন্ন ঘরের জিনিস পাবেন।'

আর এটার সঙ্গে টক্কর হবে একই ধরনের যে অ্যাপগুলো আছে সেগুলোর সঙ্গে। মূলত একই রকম সস্তায় যেখানে এই জিনিস পাওয়া যায় সেই অ্যাপগুলোর সঙ্গে। অর্থাৎ মিশো, ফ্লিপকার্টের শপসি এবং আজিওর আজিও স্ট্রিট।

অ্যামাজন এমনই ভারতীয় গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। এবার তাঁদের এই নতুন স্টোর যে আরও সাড়া পাবে সেটা বলার অপেক্ষা রাখে না।

You might also like!