Technology

1 week ago

Bajaj Pulsar NS400Z:সবথেকে শক্তিশালী Pulsar লঞ্চ করছে Bajaj!মাত্র 1.85 লক্ষ টাকায় পালসারের নয়া 400cc মডেল

Bajaj Pulsar NS400Z
Bajaj Pulsar NS400Z

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজাজ অটো সম্প্রতি তাদের সবথেকে পালসার বাইক লঞ্চ করেছে। যার নাম NS400Z। এটির দাম সীমিত সময়ের জন্য রাখা হয়েছে 1.85 লাখ টাকা (এক্স-শোরুম)। যা 125 সিসি কেটিএম ডিউকের থেকে সামান্য বেশি। বাজাজ পালসার NS400Z-কে ভারতে 5টি বাইক টক্কর দিতে চলেছে। দামে কোন বাইকের সঙ্গে কত টাকা তফাৎ আসুন জেনে নেওয়া যাক।

এবার বাইকপ্রেমীদের আকর্ষণ বৃদ্ধি করে পালসারের আরও একটি নতুন সংস্করণ নিয়ে এলো দেশের এই জনপ্রিয় দুই চাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, বাজাজের পক্ষ থেকে ভারতীয় দুই চাকার গাড়ির বাজারে পালসার NS400Z লঞ্চ করা হয়েছে। বলাই বাহুল্য লঞ্চের পরেই দেশের বাজারে ঝড় তুলে দিয়েছে বাইকটি। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, দুর্দান্ত পারফর্ম্যান্সের প্রতিশ্রুতির সঙ্গে এই নয়া বাইকটি 400cc –এর সেগমেন্টে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে। পালসারের এই নয়া বাইকটিতে কী কী ফিচারের সুবিধা পাওয়া যাবে? দেখে নিন-

ইঞ্জিন ও পাওয়ার

পালসার NS400Z –এ একটি শক্তিশালী 373cc সিঙ্গল-সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি 8,800 rpm –এ 39.4 bhp শক্তি এবং 6,500 rpm –এ 35 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি একটি 6-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত যেখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ টেকনোলজি প্রদান করা হয়েছে। রাইড-বাই-ওয়্যার প্রযুক্তির সঙ্গে বাইকটি চালক কে একটি রোমাঞ্চকর রাইডিং অভিজ্ঞতা অফার করতে সক্ষম।

এর ফিচার

বাইকটিতে একটি 12 লিটারের তেলের ট্যাঙ্ক রয়েছে। এছাড়াও গ্রাহকেরা এটি ক্রয় করার সময় চারটি রঙের বিকল্পের সুবিধা পাবেন। গ্লসি রেসিং রেড, পিউটার গ্রে, মেটালিক পার্ল হোয়াইট এবং ব্রুকলিন ব্ল্যাক। বাইকটিতে একটি স্লিক এলইডি প্রজেক্টর হেডলাইট প্রদান করা হয়েছে। এছাড়াও রয়েছে স্প্লিট সিট কনফিগারেশন। NS400Z –এ মিলবে সিগনেচার পালসার এলইডি টেললাইটের সুবিধাও। বাইকটিতে একটি ভাইব্র্যান্ট ফুল কালার এলইডি স্ক্রিন রয়েছে যেটিতে ব্লুটুথ কনেকটিভিটির সুবিধাও পাওয়া যাবে। চালকেরা খুব সহজেই স্মার্টফোনের সঙ্গে বাইক কে কনেক্ট করতে পারবেন। রয়েছে সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস ছাড়াও চারটি রাইডিং মোড। সবমিলিয়ে খুব কম দামে দেশের বাজারে বাইকপ্রেমীদের জন্য একটি বড় চমক নিয়ে এসেছে বাজাজ।


You might also like!