Breaking News

 

Technology

2 weeks ago

Apple Mercenary Spyware: ফের মাথাচারা দিচ্ছে পেগাসাস, হ্যাক হতে পারে আইফোন, সতর্কবার্তা অ্য়াপেলের

Apple Mercenary Spyware
Apple Mercenary Spyware

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমার্সিনারি স্পাইওয়ার নিয়ে সতর্ক করল বিশ্বের সবথেকে জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্য়াপল। তাদের দাবি, মার্সিনারি স্পাইওয়ারের মধ্যে রয়েছে পেগাসাস ম্যালওয়ার।

অ্য়াপেলের তরফে জানানো হয়েছে, পেগাসাস ম্যালওয়ারের মাধ্যমে মোট ৯২ টি দেশ থেকে তথ্য চুরি করা হতে পারে। তার মধ্যে প্রথমেই রয়েছে ভারত।

কী ভাবে তথ্য চুরি হতে পারে?

মার্সিনারি স্পাইওয়ারের মাধ্যমে অ্য়াপেলের ফোনের মাধ্যমে পেগাসাস ম্যালওয়ার প্রবেশ করানো সম্ভব। এবং তারপর ফোনের যাবতীয় তথ্য অন্য কোনও সার্ভারে সহজেই পাঠানো সম্ভব।

 অ্য়াপেলের তরফে ভারতের বেশ কিছু ইউজারের কাছে একটি ই-মেল পাঠানো হয়। সেখানে বলা হয়েছে, ব্যবহারকারীর আইফোনকে নিশানা করা হয়েছে। তথ্য চুরি হতে পারে।

পেগাসাস ম্যালওয়ারটি তৈরি করেছে NSO নামে একটি সংস্থা। এর মাধ্যমে এক বা একাধিক আইফোনের থেকে তথ্য চুরি করা যেতে সম্ভব।

You might also like!