
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাতাসে এখন হিমেল পরশ। দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে, বিশেষ করে সকাল-বিকেল ও রাতে ঘরের বাইরে বেরোলেই শরীরে ঠান্ডা অনুভূত হচ্ছে। হালকা সুতির টপ বা কুর্তিতে থাকলে সহজেই শীতে কাঁপতে হবে; আবার খুব ভারী শীতপোশাক পড়লে এই মৃদু কলকাতা শীতে সেটা খুলে ফেলা স্বাভাবিক হতেই পারে। এ কারণেই কী পরবেন তা নিয়ে অনেকেই বিভ্রান্ত। আবার স্কুল, কলেজ, অফিসের কাজে বেরোচ্ছেন বহু মানুষ। ঘামঝড়ানো গ্রীস্মকালীন মরসুম বিদায় নিয়েছে, এবার শীতকালীন মরশুমের প্রস্তুতি ঠিক রাখতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ স্টাইল ও আরামের টিপস জেনে নিন—
* বেশ কয়েকটি লম্বা হাতার টি-শার্ট কিনে নিন। হালকা শীতের জন্য এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।
* এই হালকা শীতে আপনাকে আরাম দিতে পারে সোয়েটশার্ট। জিনসের সঙ্গে অনায়াসে এই সোয়েটশার্ট পরতে পারেন। অফিস হোক কিংবা অফিস ফিরতি কোনও অনুষ্ঠান সবেতে এই পোশাকে আপনি হয়ে উঠতে পারেন মোহময়ী।
* শীত মানেই মাথা থেকে পা পর্যন্ত নিজেকে পোশাকে মুড়ে ফেলার দিন শেষ। আবহাওয়ার সঙ্গে মানানসই হালফ্যাশনের হালকা শীত পোশাকই এখন পছন্দ তন্বীদের। তাই হালকা শীতে আপনি বেছে নিতে পারেন স্লিভলেস উলেন কার্ডিগান। রকমারি রঙের এই সোয়েটারের সঙ্গে অনায়াসেই পরতে পারেন জিনস। মাত্র ৭০০ টাকা খরচ করলেই আপনি এই সোয়েটার কিনতেই পারেন।
* হালকা শীতে আরাম পেতে কিনতে পারেন জ্যাকেট। চেন দেওয়া এই জ্যাকেট এখন ট্রেন্ডিং। জ্যাকেটের নিচে কোনও টপ পরলে আপনি হালকা শীতে ব্যবহার করতে পারেন। মাঝারি শীতেও এই জ্যাকেট সমান আরামদায়ক। এক রঙের কিংবা ফ্লোরাল প্রিন্টের জ্যাকেট এখন প্রায় সর্বত্রই বিকোচ্ছে। দাম পড়বে ১০০০-১৫০০ টাকার মতো।
* এছাড়াও এই শীতে কয়েকটি উলের স্কার্ফ কিনে নিতে পারেন। আপনি যে ফ্যাশন সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, তারই প্রমাণ দেবে ওই স্কার্ফ।
কলকাতার এই মৃদু শীতে আপনার সেরকম ভারী শীতবস্ত্রের প্রয়োজন নেই; নিজের দৈনিক রুটিন ও তাপমাত্রা অনুযায়ী স্তরবদ্ধ, আরামদায়ক পোশাক বাছাই করলেই শীত যেমন উপভোগ্য হবে পাশাপাশি আরামদায়ক ও ফ্যাশনেবল হবে।
