Entertainment

5 hours ago

Aamir-Gauri: দ্বিতীয় বিবাহ ভাঙার পর আবারও প্রেমে হাবুডুবু আমির খান, বললেন জীবনের নতুন অধ্যায়ের গল্প

Bollywood actor Aamir Khan with girlfriend Gauri Spratt
Bollywood actor Aamir Khan with girlfriend Gauri Spratt

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কথায় আছে, “প্রেমের ফাঁদ পাতা ভুবনে”। সেই ফাঁদেই ষাট বছর বয়সে আবারও প্রেমে পড়লেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-র সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর, অভিনেতার জীবন নতুন প্রেমিকায় রঙিন হলো। প্রায় দু’বছরের সম্পর্কের পর এবার প্রেমিকা গৌরী-কে নিয়ে মুখ খুললেন আমির নিজেই এক সাক্ষাৎকারে। 


নিজের জন্মদিনে আমির সকলের সামনে গৌরীকে পরিচয় করিয়েছিলেন। তিনি স্বীকার করেছেন, প্রেমে আবারও পড়বেন এমনটা তিনি কখনো ভাবেননি। কিন্তু গৌরীর সঙ্গে দেখা হওয়ার পর তার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। আমির বলেন,“আমি কখনও ভাবিনি যে, আমি আমার জীবনে ফের এমন কাউকে পাব। আমার মনে হয়েছিল বাকিটা পথ হয়তো আমাকে একাই চলতে হবে। কিন্তু গৌরীর সঙ্গে দেখা হওয়ার পর পালটে যায় পুরো পরিস্থিতিই। গৌরী আমার জীবনে স্থিরতা নিয়ে এসেছে।” আমির আরও বলেন, “আমার এর আগের দু’টি বিয়েই টেকেনি। কিন্তু তারপরও বলব যে, আমার জীবনে রিনা, কিরণ ও এখন গৌরীর সঙ্গে দেখা হওয়ায় আমি নিজেকে ভীষণই ভাগ্যবান মনে করি। আমার জীবনে তাঁদের প্রত্যেকের অবদানই অনস্বীকার্য।”

উল্লেখ্য, আমির ও রিনা খান ১৯৮৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীকালে কিরণ রাওয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে হলেও ২০২১ সালে সেই সম্পর্কও শেষ হয়। তবু রিনা ও কিরণ দু’জনের সঙ্গেই আমিরের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ।



You might also like!