Life Style News

1 year ago

Skin Care : শীতে ঝকঝকে ত্বক পেতে ব্যবহার করুন মৌরির ফেসপ্যাক

Skin Care With fennel
Skin Care With fennel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতে শুষ্কতার জন্য ত্বক খুব সহজেই জেল্লা হারায়, তবে এই শীতে ত্বককে তরতাজা রাখতে হলে কেমিক্যাল অপাদান ছেড়ে ভেসজ উপাদানে রসা রাখতে পারেন, তাতে ত্বকের যত্নের সাথে ত্বকের উপর খারাপ কেমিক্যালের প্রভাব থেকে তাকে সুরক্ষা দেওয়া সম্ভব। 

ত্বকের জেল্লা ফেরাতে রুপচর্চায় মৌরির প্রয়োগ করতে পারেন। রইল মৌরির তিন টি ফেসপ্যাক। 

ফেসপ্যাক ১- 

১ চামচ মৌরি, ২চামচ ওটমিল, ১চামচ অলিভ তেল ও ১চামচ মধু। 

প্রথমে মৌরি ও ওটমিল গুঁড়ো করে নিন। এবার এই গুঁড়োর সাথে বাকি উপকরণগুলো মেশান। ভালো করে মেশান যাতে একটা ঘন পেস্ট তৈরি হয়। মৌরিটা ভালো করে গুঁড়ো করতে হবে । এবার এই পেস্টটা মুখে লাগান। ১০ মিনিট রাখুন। ক খুব বেশি যেন শুকিয়ে না যায়। তাই ১০ মিনিটের বেশি রাখার দরকার নেই। তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুদিন করলে ভালো। একান্তই সময় না থাকলে একদিন করুন। 

ফেসপ্যাক ২- 

২চামচ মৌরি, একটা পরিষ্কার কাপড়

প্রথমে ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখুন। তারপর গুঁড়ো করে নিন। এবার এই গুঁড়ো একটা পরিষ্কার কাপড়ে রাখুন। কাপড়ে হালকা একটু জল দিন। কাপড়ের মুখ বন্ধ করে দিন।ওটা চোখের নীচের ফোলা জায়গায় চেপে ধরুন কিচ্ছুক্ষণ। পুরো চোখেই এই ভাবে আস্তে আস্তে দিন। অবশ্যই চোখ বন্ধ করে দেবেন। সপ্তাহে তিনদিন করুন এভাবে। এটা চোখের অ্যালার্জি, চোখ লাল হয়ে যাওয়া ও চোখের ফোলা ভাব কমাতে অনেকটাই সাহায্য করবে। 

ফেসপ্যাক ৩- 

২চামচ মৌরি, একটু জল ও তুলোর বল।

জল গরম করুন। জল ফুটলে তাতে মৌরিগুলো দিয়ে দিন। ভালো করে ফোটান মৌরি সমেত। দেখবেন জলটা পুরো হলুদ হয়ে যাবে। তখন নামিয়ে নিন। এবার এতে চাইলে কয়েক ফোঁটা মৌরির তেলও যোগ করতে পারেন। না হলে এই জলই ঠাণ্ডা হলে, একটা বোতলে ঢেলে রাখুন। এবার তুলোয় করে এটা মুখে লাগান ভালো করে। এটা খুব ভালো একটা প্রাকৃতিক টোনার। ফ্রিজে রেখে দিন। আর রোজ এই টোনার লাগান। দেখবেন স্কিন কেমন ফ্রেশ লাগছে। 

*ব্যবহারের আগে বিশেষঞ্জের পরামর্শ প্রয়োজন। 


You might also like!