Life Style News

2 weeks ago

Spectacles Cleaning Tips: দাগ ছোপে ভরা চশমা! ঝটপট হাতের কাছের এই জিনিসগুলি দিয়ে করে নিন ঝকঝকে

Spectacles Cleaning Tips
Spectacles Cleaning Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রোজের ব্যস্ততার মাঝে চোখের চশমাটি যখন ঝাপসা দৃশ্য দেখাতে শুরু করে তখন বোঝা যায়, তাতে দাগ ছোপ মাত্রাতিরিক্ত হয়েছে। তবে প্রতিদিন আলাদা করে চশমার দিকে খেয়াল রাখা যায়না। তাই তার পরিষ্কারের দিকেও কেউ খেয়াল রাখেন না অতটা! কী দিয়ে চশমা পরিষ্কার করা সহজ হবে, তাও মাথা চুলকে বের করতে করতেই সময় বয়ে যায়। খুব সহজে হাতের কাছেরই কিছু জিনিস দিয়ে করা যায় চশমা পরিষ্কার। দেখে নিন টিপস।

টুথ পেস্ট- টুথপেস্ট দিয়ে যেমন নখ পরিষ্কার করে তাকে ঝকঝকে করা যায়, তেমনই চশমার কাচও সহজে এই টুথপেস্ট দিয়ে পরিষ্কার করা যায়। ভীষণ সহজ উপায়ও রয়েছে এই চশমা পরিষ্কারের। সামান্য টুথপেস্ট চশমার কাচে লাগিয়ে নিন। পরে জল দিয়ে ধুয়ে সুতির নরম কাপড় দিয়ে চশমা মুছে নিন।

পরিচ্ছন্ন রাখতে টিপস- চশমা পরিষ্কারের আগে অবশ্যই ধুয়ে নিন হাত। হাত পরিচ্ছন্ন করে তবেই করুন চশমা পরিষ্কার। সামান্য ধুলো ময়লাও হাত থেকে চশমায় থেকে গেলে, তা বিপদ বাড়াবে। এছাড়াও কলের জলে চশমা ধুয়ে নিয়ে পারেন। মাইক্রোফাইবার জাতীয় কাপড় দিয়ে মুছে তা হাওয়ায় শুকোনোর জন্য রাখলে ভালো। তাতে ছোপ পড়ে না। চশমা পরিষ্কার করতে গরম জল এড়িয়ে যান।

ভিনিগার- ভিনিগার দিয়েও চশমার কাত পরিষ্কার করতে পারেন। পরে জল দিয়ে ধুয়ে নিন। সেক্ষেত্রেও শেষে মাইক্রোফাইবার জাতীয় কাপড় দিয়ে তা মুছে নিন। চশমার ফ্রেমের কোণে থাকা ময়লাও কাপড়টির কোণ পাকিয়ে নিয়ে তা দিয়ে মুছে নিন।


You might also like!