Life Style News

2 months ago

Benarasi Saree: সামনে বিয়ে?বেনারসি কিনতে ৫টি টিপস মাথায় না রাখলেই নির্ঘাত ঠকতে হবে

Benarosi Saree (Symbolic Picture)
Benarosi Saree (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিয়েবাড়ি মানেই কনের গায়ে লাল রঙের বেনারসি শাড়ি, আর ভারী গহনার ঝলকানি। তাই বিয়ের কেনাকাটায় লিস্টের প্রথমেই থাকে এই বেনারসি। অনেকেই আবার ট্রেন্ডে গা ভাসিয়ে প্যাস্টেল রঙের বেনারসিও বেছে নিচ্ছেন ইদানীং। তবে বিয়ের বেনারসি কেনার সময়ে কিছু বিষয় মাথায় না রাখলে পরে আফসোস হতে পারে। জেনে নিন ৫টি টিপস!

১. বেনারসি শাড়ির ধরন এবং নকশায় অনেক বৈচিত্র রয়েছে। যেমন, কাতান বেনারসি, কোরা বেনারসি, জর্জেট বেনারসি, তানচোই বেনারসি ইত্যাদি। তাই কেনার আগে সব ধরনের বেনারসিই গায়ে ফেলে দেখতে পারেন। সাজে বদল আনতে কাতান বেনারসির বিকল্প হিসাবে সেই সব বেছে নিতেই পারেন।

২. মরসুমের কথা মাথায় রেখে বেনারসি কেনা উচিত। শীতের মরসুমে একটু ভারী বেনারসি বেছে নিলেও ক্ষতি হয় না। তবে গরমের সময়ে বিয়ে থাকলে হালকা বেনারসি কেনাই বাঞ্ছনীয়। সে ক্ষেত্রে জারদৌসি বেনারসি পছন্দের তালিকায় না রাখাই ভাল।

৩. বিয়েতে লাল রঙের বেনারসি তো সকলেই পরেন। একটু অন্য রকম কিছু পরতে চাইলে লাল ছাড়া অন্য কোনও রঙের বেনারসিও ব্যবহার করতে পারেন। কমলা, রানি, বেগনি, সবুজ রং বিকল্প হিসেবে বেছে নিতে পারেন। অনেকেই বলবেন এই রং আপনাকে মানাবে না কিংবা ওই রংটি বেশি ভাল মানাবে। লোকের কথায় কান না দিয়ে শাড়িটি নিজের গায়ে ফেলে দেখুন। তার পরেই সিদ্ধান্ত নিন।

৪. নিজের শারীরিক গঠন অনুযায়ী বেনারসি কেনা উচিত। আপনার শারীরিক গড়ন যদি লম্বা ও ছিপছিপে হয়, তা হলে ভারী কাজের চওড়া পারের শাড়ি পরতে পারেন। কিন্তু আপনার উচ্চতা যদি তুলনামূলক ভাবে কম হয় বা আপনার চেহারা যদি একটু ভারী হয়, তা হলে সরু পাড়ের হালকা নকশার শাড়ি কিনলেই আপনাকে বেশি মানাবে।

৫. প্রথমেই বাজেট ঠিক করুন। কারণ শাড়ির নকশা, জরির ধরন এবং কাপড়ের মানের উপর শাড়ির দাম নির্ভর করে। তাই বেনারসি কেনার আগে একটা বাজেট ঠিক করে নিলে, কেনার সময়ে কোনও সমস্যায় পড়তে হবে না। আগে থেকেই খুব বেশি দামি শাড়ি দেখতে শুরু করলে পরে কিন্তু অল্প দামের শাড়ি আপনার পছন্দ হবে না।

You might also like!