Life Style News

7 months ago

Easy Nail Care Tips: বাড়ির সামান্য জিনিসপত্র দিয়েই নখ করে তুলুন উজ্জ্বল! রইল টোটকা

Easy Nail Care Tips (File Picture)
Easy Nail Care Tips (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পায়ের হোক বা হাতের, নখের যত্নের কথা সচরাচর কারোর খেয়াল পড়ে না। যতক্ষণ না নখের সমস্যা বাড়ছে, বা তার আশপাশের ত্বকের উজ্জ্বলতা কমছে, ততক্ষণ নখের যত্ন নিয়ে খুব একটা সচেতন কেউ হন না। দেখে নেওয়া যাক, ঘরোয়া টুকটাক জিনিস দিয়ে কীভাবে নখের যত্ন নেওয়া যায়। রইল কিছু টিপস।

টুথপেস্ট দিয়ে যত্ন- নখ প্রথমে ধুয়ে নিন। তারপর টুথপেস্ট পুরনো ব্রাশে লাগিয়ে তা নথে ভালো করে ঘষে নিন। এতে ধীরে ধীরে নখ উজ্জ্বল হতে থাকবে। তারপর স্ক্রাবার দিয়ে নখ ঘষে নিন। পরে টুথপেস্ট ধুয়ে নিন। এরপর নারকেল তেল হোক বা অলিভ অয়েল নখে লাগিয়ে খুব ভালো করে ঘষে নিন।

বেসন- বাড়িতে পুরনো বেসনে কি পোকা ধরে গিয়েছে? ফেলে দেবেন না। বেসন সামান্য রোদে রেখে দিন। পোকা বেছে নিয়ে, কিছুটা আলাদা করুন। এরপর বেসন আর লেবুর রস মিশিয়ে মিশ্রণ বানিয়ে নিন। তা একটি পুরনো টুথব্রাশে নিয়ে পায়ের নথ , হাতের নখে ঘষে নিন। এতেই মিলবে ফল। নখ হবে উজ্জ্বল।


You might also like!