Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Life Style News

1 year ago

Summer Friendly Women Haircut : গরমে ঘাড়ে চুল পড়লেই অস্বস্তি, আরাম মিলবে এইসব হেয়ারকাটে

শর্ট বব
শর্ট বব

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমে হাজার একটা জ্বালা। বাইরে বেরলে চোখ মুখ ঢাকো, রোদচশমা মাস্ট, ছাতা, জলের বোতল আরও কত কী। তাতেও বাইরে বেরিয়ে মানুষের অস্বস্তির শেষ নেই। কথায় আছে না মহিলাদের জ্বালা সবকিছুতেই বেশি, গরমকালও তার ব্যতিক্রম নয়। এইসময় মেয়েদের সবথেকে বেশি কষ্ট হয় বোধহয় চুল সামাল দিতে। ছেড়ে তো রাখাই যাবে না , আবার অনেকক্ষণ একটানা বেঁধে রাখলে মাথায় ঘাম জমে যায়। 

এই প্রবল গরমে এসি, পাখা, ফল, কোল্ডড্রিঙ্ক আর আইসক্রিমের দোকানের সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ে স্যালনে বা বিউটি পার্লারে। শুধু রূপচর্চা বা ফেসিয়ালের জন্য নয়, লাইন পড়ে  চুল কাটার জন্যেও। এমন কিছু হেয়ারকাট রয়েছে যেগুলো আপনাকে এই পচা গরমের হাত থেকে নিস্তার দিতে পারে। রইল তেমনই কিছু হেয়ারকাটের লিস্ট। 

শর্ট বব

গরমকালের সবথেকে বেশি জনপ্রিয় হেয়ারকাট বোধহয় এটিই। ঠিক আপনার মুখের শেপ এবং জ-লাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে কাটা হয় শর্ট বব। অবশ্যই এই হেয়ারকাটের নানান ধরন আছে। স্যালনে যাওয়ার আগে আপনার যেটা পছন্দ সেটা ছবি সঙ্গে নিয়ে যাবেন রেফারেন্স হিসেবে। 

পিক্সি

এই হেয়ারস্টাইলটা সেইসব মেয়েদের জন্য যারা একটু অন্যরকমভাবে সাজতে ভালবাসেন। আপনি যদি এই গরমে নিজেকে একটু বোল্ড লুক দিতে চান তাহলে পিক্সি কাটতে পারেন। তবে আগে থেকে এটা জেনে রাখা ভালো এই হেয়ারস্টাইল কিন্তু সবার জন্য নয়। একদমই ছোট করে কাটতে হয় পিক্সি। ছেলেদের যেমন ঘাড় পর্যন্ত চুল থাকে ঠিক অনেকটা তেমন। তবে আপনি যদি ক্যারি করতে পারেন তাহলে পিক্সির থেকে সুন্দর কাট এই প্রচণ্ড  গরমে আর কিছু হতে পারে না। পিক্সিরও কিন্তু বিভিন্ন ধরন হয়। স্যালনে যাওয়ার আগে সবটা ভালকরে দেখে জেনে তবেই যাওয়া ভাল।  

বেবি লেয়ারস

ভারতীয়দের মধ্যে শুধু নয় বাইরের দেশেও এই হেয়ারকাট বেশ জনপ্রিয়। আপনার চুল ছোট হোক বা বড়, যেকোনও ধরনের চুলের সঙ্গেই এই কাট যাবে। বেবি লেয়ারস অর্থাৎ ছোট ছোট লেয়ার কাট করে চুলকে আরও একটু বেশি ভলিউম দেওয়া। এই হেয়ারকাট আপনার মুখকে একটি সুন্দর ফ্রেম দেবে আবার টেক্সটচারও যোগ করবে। 

You might also like!