Life Style News

2 weeks ago

Childhood Trauma And Triggers: ছোটবেলার খারাপ স্মৃতি ফিরে আসবে, দূরে থাকুন এই ব্যক্তিদের থেকে

Childhood Trauma And Triggers (Symbolic Picture)
Childhood Trauma And Triggers (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যারা কষ্ট পায়, তাদের জন্য আমাদের মনে সহানুভূতি জাগে। যে বাবা মায়ের সন্তানদের ব্যাপারে অত্যন্ত সমালোচনা করেন, তা বাচ্চাদের জন্য ক্ষতিকারক হতে পারে। যারা নিজেদের ভুল স্বীকার করে না এবং পরিবর্তে অন্যকে দোষারোপ করে, তারা আমাদের শৈশবের ক্ষতগুলিকে ট্রিগার করতে পারে। প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে সীমানা গুরুত্বপূর্ণ। যখন আমরা এমন লোকদের মুখোমুখি হই যারা আমাদের বলা সত্ত্বেও আমাদের সীমানাকে সম্মান করে না, তখন আমাদের উচিত তাদের থেকে দূরে থাকা। যারা গল্পে আমাদের দিকটি না শুনে সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়ে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়।

বাবা মায়েরা ছোটবেলায় ছোটদের ভালো না বাসলে, পরবর্তীতে বড় হয়ে তারা যদি এমন কারও সংস্পর্শে আসে যে যারা তাদের করে না, ভালোবাসে না, তখন এই জিনিসগুলি তাদের ছোটবেলার ট্রমাকে ট্রিগার করে।

You might also like!