কলকাতা, ১০ ডিসেম্বর : বেড না পেয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল এক রোগিণীর। এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগে বেড না পেয়ে রোগিণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতার পরিবারের অভিযোগ, হাসপাতালের বিভাগের বাইরে পড়ে থেকে মৃত্যু হয়েছে হাওড়া থেকে আসা রোগিণীর। মৃতার নাম আকলিমা বিবি, মৃতার বয়স ৬৫।
পরিবার সূত্রে খবর, শনিবার রাত ৮.৩০ মিনিট নাগাদ শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে আসেন আখলিমা। হাওড়ার জগৎবল্লভপুরের এক হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল আখলিমাকে। এসএসকেএমের জরুরি বিভাগ থেকে তাঁকে পাঠানো হয় কার্ডিওলজি বিভাগে। অভিযোগ, কার্ডিওলজি বিভাগ ভর্তির কথা লিখে দিলেও, মেলেনি বেড। মধ্যরাতে রোগিণীকে রেফার করা হয় ন্যাশনাল মেডিক্যালে, দাবি পরিবারের। ন্যাশন্যাল মেডিক্যালেও মেলেনি বেড, ভোররাতে অসুস্থ আখলিমাকে নিয়ে আসা হয় এসএসকেএমে, দাবি পরিবারের।
যার পরে এসএসকেএমের জরুরি বিভাগ আউটডোরে দেখাতে পরামর্শ দেয়, দাবি পরিবারের। আউটডোরে বলা হয় ভর্তির দরকার নেই, দাবি মৃতার পরিবারের। আউটডোর থেকে বাইরে বেরনোর পরেই রোগিণীর মৃত্যু হয়।