ম্যানচেস্টার, ২ মে : ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে বৃহস্পতিবার রাতে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও তাদেরই মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হেরেছে। লিগে বাজে ফর্ম থাকলেও ইউরোপা লিগের ফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই নিশ্চিত করে রাখল ম্যান ইউ। ম্যাচের প্রথম থেকেই আক্রমণের ঝড় তুলে ইউনাইটেড গোল পেয়ে যায় ৩০ মিনিটে। ম্যানুয়েল উগার্তের হেড থেকে বল পেয়ে গোল করেন ক্যাসেমিরো। ৭ মিনিট পর আবারও গোল পায় ইউনাইটেড পেনাল্টি থেকে। ডি-বক্সে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিলবাওর ডিফেন্ডার ভিভিয়ান এবং পেনাল্টি পায় ইউনাইটেড। সেই পেনাল্টি থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। হাফ টাইমের ঠিক আগেই ফার্নান্দেজ উগার্তের ব্যাক পাস থেকে বল পেয়ে আবারো গোল করে দলকে ৩-০তে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ইউনাইটেড আক্রমণের ধারা বজায় রাখলেও আর গোল করতে পারেনি। ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। আগামী সপ্তাহে ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগে আবার মুখোমুখি হবে দুই দল।