Country

4 hours ago

Bengal BJP:প্রার্থী হতে আগ্রহী অনেকেই, শাহের সফরের আগে অন্তর্কলহে বঙ্গ বিজেপি

Amit Shah
Amit Shah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আসন্ন দুর্গাপুজোর সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসছেন। তাঁর সফরের আগেই পশ্চিমবঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষিত হতে চলেছে। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নিজের নতুন দলের সদস্যদের নাম ঘোষণা করতে পারেন। বিজেপি নেতৃত্ব চাইছে, অমিত শাহের এই সংক্ষিপ্ত সফরের মধ্যেই নতুন কমিটির সদস্যদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হোক। তবে, এই নতুন কমিটিতে কারা স্থান পাবেন এবং কারা বাদ পড়বেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এমনকি, বর্তমান কমিটির অনেক সদস্যই নিজেদের পদ ধরে রাখতে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করছেন বলেও শোনা যাচ্ছে।

সূত্রের খবর, মহালয়ার আগেই রাজ্য বিজেপির নতুন টিম ঘোষণা করে দেবেন শমীক। আর সেই টিমের সভাপতির পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক। সেই সাধারণ সম্পাদক পদ থেকে তিনজনকে বাদ দেওয়া হচ্ছে বলে শেষ মুহূর্তের খবর। বর্তমানে রাজ্য সাধারণ সম্পাদক পদে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল এবং জ্যোতির্ময় সিং মাহাতো। শেষ মুহূর্তে যদি কোনও সিদ্ধান্ত বদল না হয় তাহলে এই পাঁচজনের মধ্যে তিন জন নতুন কমিটি থেকে বাদ পড়তে পারেন। অন্যদিকে, সহ-সভাপতি এবং সম্পাদক পদ থেকেও একাধিক নাম বাদ পড়তে চলেছে। নতুন কমিটিতে ঢুকতে চলেছেন বহু পুরনো নেতা। তবে রাজ্য কমিটি ঘোষণার আগে অবশ্য আরেকটি বিষয় নিয়েও চিন্তায় পড়েছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

 দলের একটা বড় অংশের নেতৃত্ব সংগঠনের পদ পাওয়ার থেকে ভোটে লড়তে আগ্রহী বেশি। অনেকে আবার চাইছেন সংগঠনে থাকলেও তাঁদের ভোটে লড়তে দেওয়া হোক। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছে যে, যাঁরা ভোটে লড়বেন তাঁদের কোনও সাংগঠনিক পদ দেওয়া হবে না। ফলে এই বিষয়টা নিয়ে দ্বিধাবিভক্ত গেরুয়া শিবির। তাই এই জটিলতায় নয়া রাজ্য কমিটি ঘোষণার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব যে ঠিক করেছে যে যাঁরা সংগঠনের পদে থাকবেন তাঁরা ভোটে লড়বেন না। আর যাঁরা বিধানসভার টিকিট পাচ্ছেন, তাঁদের সংগঠনের কোনও দায়িত্বে রাখা হবে না। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও একমত হয়েছেন। একাংশের নেতারা চাইছেন পদেও থাকতে, ভোটে টিকিটও পেতে।

You might also like!