West Bengal

2 months ago

CM Mamata Banerjee: দিঘায় পৌঁছে শ্রীচৈতন্যের জগন্নাথপ্রেমের কথা স্মরণ মমতার

Chief Minister Mamata Banerjee at Jagannath Temple in Digha
Chief Minister Mamata Banerjee at Jagannath Temple in Digha

 

পূর্ব মেদিনীপুর, ২৮ এপ্রিল : “আধ্যাত্মিকতার টানে দিঘার পর্যটনে আরও বিকাশ ঘটবে। শুধু বেড়াতে নয়, এবার থেকে পুণ্যার্থীরাও ভিড় করবেন দিঘায়।” দিঘায় পৌঁছে শ্রীচৈতন্যের জগন্নাথপ্রেমের কথা স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমে তিনি বলেন, “তীর্থযাত্রা ঘিরে নতুন মাত্রা পাবে পর্যটন ব্যবসা। এরপরই তাঁর কথায় উঠে এল সম্প্রীতি, শান্তির বার্তা। মনে করালেন জগন্নাথপ্রেমে শ্রীচৈতন্যের সমুদ্রপথে লীন হয়ে যাওয়ার ইতিহাস। জানালেন, এদিন তিনি নবনির্মিত মন্দিরটি ভালোভাবে ঘুরে দেখবেন। বুধবার দুপুরে মন্দিরের দ্বারোদঘাটন।

গত বৃহস্পতিবার থেকে দিঘার জগন্নাথ মন্দিরে চারটি কুণ্ডের মাঝে মহাকুণ্ড জ্বালিয়ে চলছে যজ্ঞ। চলছে মন্ত্রোচ্চারণ। গর্ভগৃহে প্রদীপ জ্বালিয়ে দেবতাকে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই শেষ হয়েছে জগন্নাথদেবের বসার পিঁড়ির পুজো। দুগ্ধস্নান সম্পন্ন হয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শনের। লক্ষ্মী, বিমলা, সত্যভামা-সহ সমস্ত দেবদেবীর মূর্তিকেও দুগ্ধস্নান করানো হয়েছে। দিঘা জুড়ে মাইকে বাজছে মাঙ্গলিক সানাইয়ের সুর। মঙ্গলবার হবে মহাযজ্ঞ। ওই দিন পর্যন্ত রোজই হোমযজ্ঞ চলবে বলে মন্দির সূত্রে খবর।


You might also like!