Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Country

7 months ago

Operation Sindoor: ভারতে হামলার চেষ্টা মধ্যরাতে, পাল্টা আঘাতে রাডার গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা

Sudarshan Chakra S-400
Sudarshan Chakra S-400

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গভীর রাতে স্ট্রাইকের পর ফের পাকিস্তানে হানা ভারতের। পাকিস্তানের Air Defence Radars-কে নিশানা করল ভারতীয় সশস্ত্র বাহিনী। কেন্দ্র জানাল, ভারতের ১৫টি শহরকে নিশানা করছিল পাকিস্তান। বুধবার রাতে তাদের সেই হামলার চেষ্টা ব্য়র্থ হয়। এর পরই পাকিস্তানের রেডার ধ্বংস করতে তৎপর হয় ভারত। এক্ষেত্রে ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম কাজে লাগিয়েছে ভারত। (India-Pakistan Tension) মঙ্গল-বুধের রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান চালায় ভারত। Operation Sindoor-এর আওতায় সেখানকার জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করে দেয় ভারতের সশস্ত্র বাহিনী। এর পর, বুধ-বৃহস্পতির রাতেই ভারতের উপর হামলার চেষ্টা চালায় পাকিস্তান। উত্তর এবং পশ্চিম ভারতকে নিশানা করে পাকিস্তান। (India-Pakistan Conflict)

কেন্দ্র জানিয়েছে, অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপূরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলোরি, উত্তরলই, ভুজে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। হামলা চালাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা। কিন্তু Integrated Cpunter UASS Grid এবং Air Defence Sysytem-এর সাহায্যে তাদের হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় ভারত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে। এর পরই বৃহস্পতিবার সকালে ভারতীয় সশস্ত্রবাহিনী পাকিস্তানের একাধিক জায়গায় তাদের রেডার সিস্টেমকে নিশানা করে। পাকিস্তান যতটা তীব্রতা নিয়ে এগিয়েছিল, একই তীব্রতায় পাকিস্তানে আঘাত হানে ভারত। আর তাতে লাহৌরের Air Defence System পুরোপুরি ধ্বংস করে দেওয়া গিয়েছে। 

কেন্দ্র জানিয়েছে, বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখায় মুহুর্মুহু গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। কুপওয়ারা, বরামুল্লা, উরি, পুঞ্জ, মেন্ধ, রাজৌরি সেক্টরে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে তাতে। প্রাণ হারিয়েছেন ১৬ জন নিরীহ ভারতীয়। প্রাণ হারিয়েছেন তিন মহিলা, পাঁচ শিশু।  পাকিস্তানকে ঠেকাতে সেখানেও পাল্টা জবাব দিয়েছে ভারত। কেন্দ্র জানিয়েছে, ভারত উত্তেজনা বাড়াতে চায় না। পাকিস্তান সেনা সেই নীতিকে সম্মান জানাবে বলেই আশা করছে ভারত।

এদিন সকাল থেকেই পাকিস্তানের একাধিক জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে। লাহৌর, ইসলামাবাদ-সহ একাধিক জায়গা থেকে এমন ঘটনা সামনে আসে। আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। এর পর পাকিস্তান সেনা জানায়, ভারতের ১২টি ড্রোন গুলি করে নামিয়েছে তারা। অন্য দিকে, ভারতের ঞ্জাবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার হওয়া নিয়েও উত্তেজনা তৈরি হয়। পাশাপাশি পুঞ্চে পাকিস্তানের তরফে লাগাতার গোলাগুলি ছোড়ার অভিযোগ সামনে আসে। সেই সময় ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এদিন দুুপুরে বিবৃতি দিয়ে গোটা ঘটনা জানানো হল।

You might also like!