Health

2 hours ago

Mango Ginger : 'আম আদা' - শরীরকে নানান রোগ থেকে মুক্ত করে!

Mango Ginger
Mango Ginger

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতীয় প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে আম আদর গুনাগুন বহুকাল আগেই বর্ণিত হয়েছে। এবার নতুন গবেষণায় উঠে আসলো আরো নানা তথ্য। আমও না, আদাও নয়৷ এ হল আম আদা৷ আদার মতো দেখতে হলুদ জাতীয় এই মশলা অনেক দিন ধরেই ভারতীয় মশলায় ব্যবহৃত হয়ে আসছে৷ আম আদার কারকিউমিন অসুখের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে৷ ক্যান্সার প্রতিরোধের অসাধারণ ক্ষমতা আছে আম আদার। গবেষণায় প্রকাশ পেয়েছে, আম আদা ডায়েটে থাকলে পুরুষদের প্রস্টেট ক্যানসার ও মহিলাদের ব্রেস্ট ক্যানসারের আশঙ্কা কমে৷ এছাড়াও আম আদর গুণ বর্ণনা করতে গিয়ে পুষ্টি তত্ত্ববিদেরা বলছেন,ত্বকের সমস্যা, গাঁটের যন্ত্রণা, হজমের সমস্যা, ফুসফুসের জটিলতা-সহ নানা রোগের উপশম এই আম আদা৷ আম আদার নির্যাস লিভার ভালো রাখে৷ স্ট্রেস কমানোর পাশাপাশি নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল৷ পরিপাক ক্রিয়া ভালো রাখতেও আম আদার জুড়ি নেই৷ যকৃতের সমস্যা নিয়ন্ত্রণ করে, দূর করে নানান পেটের অসুখ-কে৷ সর্দিকাশি, হাঁপানির বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে আম আদা৷ আয়ুর্বেদ মতে অতিরিক্ত শ্লেষ্মা শ্বাসকষ্টের অন্যতম কারণ৷ আম আদার প্রভাবে শরীর শ্লেষ্মামুক্ত হয়৷অতিরিক্ত শীতে,অতিরিক্ত গরমে বা ঋতু পরিবর্তনের সময় আম আদা শরীরে মহৌষধের কাজ করে। তাই বাজারে গিয়ে অল্প হলেও প্রতিদিন আম আদা ব্যাগে পুরুন এবং বহু রোগ থেকে মুক্ত থাকুন।

You might also like!