কলকাতা, ৬ মে : পরিযায়ী শ্রমিক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির প্রতিবাদ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি-র সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সোমবার মুর্শিদাবাদে প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এ রাজ্যে দেড় কোটি বাইরের রাজ্যের শ্রমিক কাজ করে। বেশি রাতে সুকান্তবাবু এক্সবার্তায় তথ্য-সহ ওই দাবির প্রতিবাদ করে লেখেন, “কেবলই মিথ্যাচার আর বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমজনতাকে বোকা বানানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন বাংলার ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়! প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কাজের তাগিদে এসেছেন ১৬ লক্ষ ৫৬ হাজার জন। এবং কাজের তাগিদে অন্য রাজ্যে পাড়ি দিতে বাধ্য হয়েছেন ৪০ লক্ষেরও বেশি বঙ্গসন্তান। ছলনাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, আপনি সত্যের অপলাপ কবে বন্ধ করবেন?” এই বার্তার সঙ্গে সুকান্তবাবু মুখ্মন্ত্রীর দাবির ভিডিয়ো এবং ভারত, ত্রিপুরা উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যের পরিযায়ী শ্রমিকের হিসেব দাখিল করেছেন।
কেবলই মিথ্যাচার আর বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমজনতাকে বোকা বানানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন বাংলার ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়!
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) May 5, 2025
প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কাজের তাগিদে এসেছেন ১৬ লক্ষ ৫৬ হাজার জন। এবং কাজের তাগিদে অন্য রাজ্যে পাড়ি দিতে… pic.twitter.com/j3Ohb9EL0n