kolkata

11 months ago

state assembly:আরও একবার উত্তপ্ত হল রাজ্য বিধানসভা

state assembly
state assembly

 

কলকাতা, ৭ ফেব্রুয়ারি : বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে নারী নির্যাতনের বিষয় নিয়ে আরও একবার উত্তপ্ত হল রাজ্য বিধানসভা৷

বুধবার বিধানসভায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং মালতি রাভা রায়ের নেতৃত্বে ছয় বিজেপি বিধায়ক মুলতুবি প্রস্তাব জমা করেছিলেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব পেশ করতে দিলেও, তা নিয়ে আলোচনা করার অনুমতি দেননি। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন।

এ দিন এ নিয়ে বিধানসভার ভেতরে হইচই করতে শুরু করেন বিজেপি বিধায়কেরা। তার মধ্যেই চলতে থাকে বিধানসভার কার্যক্রম। এই অবস্থায় ১০ মিনিট চিৎকার চেঁচামেচি করার পর অধ্যক্ষ অধিবেশনের বিরতি ঘোষণা করেন।

অধ্যক্ষের তরফ থেকে বিরতি ঘোষণার পর বিজেপি বিধায়করা বিধানসভার সাউথ গেটের বাইরে এসে এই নিয়ে প্রতিক্রিয়া দেন। এ দিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন, মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে সুরক্ষিত নয় মেয়েদের সম্মান।


You might also like!