দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: থেমে গেলেন আফগান ক্রিকেটের শুরুর সময়ের তারকা পেসার শাপুর জাদরান। প্রায় পাঁচ বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তাঁকে দেখা গেছে ২০২০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। স্বীকৃত ক্রিকেটে সবশেষ খেলেছেন ২০২২ সালের জুলাইয়ে নিজ দেশে টি-টোয়েন্টি লিগে। আনু্ষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা করলেন ৩৭ বছর বয়সী এই বাঁহাতি পেসার।৪৪ ওয়ানডেতে ৪৩ উইকেট ও ৩৬ টি-টোয়েন্টিতে ৩৭ উইকেট নিয়ে শেষ হলো তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের। তবে শুধু এই পরিসংখ্যান দিয়ে তাঁকে বিচার করা যাবে না। কারণ আফগান ক্রিকেটে তাঁর অবদান আরও অনেক বেশি।