Game

7 hours ago

Afghan cricketer Shapoor Zadran retires:অবসর নিলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

Afghan cricketer Shapoor Zadran retires
Afghan cricketer Shapoor Zadran retires

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: থেমে গেলেন আফগান ক্রিকেটের শুরুর সময়ের তারকা পেসার শাপুর জাদরান। প্রায় পাঁচ বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তাঁকে দেখা গেছে ২০২০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। স্বীকৃত ক্রিকেটে সবশেষ খেলেছেন ২০২২ সালের জুলাইয়ে নিজ দেশে টি-টোয়েন্টি লিগে। আনু্ষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা করলেন ৩৭ বছর বয়সী এই বাঁহাতি পেসার।৪৪ ওয়ানডেতে ৪৩ উইকেট ও ৩৬ টি-টোয়েন্টিতে ৩৭ উইকেট নিয়ে শেষ হলো তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের। তবে শুধু এই পরিসংখ্যান দিয়ে তাঁকে বিচার করা যাবে না। কারণ আফগান ক্রিকেটে তাঁর অবদান আরও অনেক বেশি।

You might also like!