Breaking News
 
India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’ SIR in West Bengal:ভোটার তালিকায় কোপ পড়লে এবার সরাসরি পাল্টা লড়াই! কমিশনের পদক্ষেপে ক্ষুব্ধ তৃণমূল, পথে নামার হুঁশিয়ারি

 

Health

10 months ago

Benefits of Carrots: কাঁচা গাঁজর সুস্বাস্থ্যের জন্য উপকারী! জানুন কার্যকারিতা

Carrot
Carrot

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতকালীন সবজির গুণাগুণ অধিক। আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে শীতকালীন রকমারি সবজির ভূমিকা অপরিহার্য। এর মধ্যে গাঁজর উল্লেখযোগ্য নাম। শরীরের পুষ্টির অন্যতম উৎস কাঁচা গাঁজর। এটি দৃষ্টিশক্তি ও সার্বিক স্বাস্থ্যের উন্নতির জন্য উপকারী। তবে শুধু কাঁচা গাঁজর খাওয়া যায় তা নয়, এটি দিয়ে করা যায় নানান সুস্বাদু পদ। যেমন- গাজরের হালুয়া, গাজরের রস, সালাদ, আচার, সবজি ইত্যাদি। এতে চর্বির মাত্রা খুব কম, তবে এটি পুষ্টিমাত্রায় ভরপুর। ভিটামিন A, C, K, B8, ফাইবার, বিটা ক্যারোটিন, পটাসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, প্যান্টোথেনিক অ্যাসিড সমৃদ্ধ এই সবজির কার্যকারিতা নিম্নে উল্লেখিত হলো,

* চোখের জন্য উপকারী: গাঁজর চোখের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং আলফা-ক্যারোটিন ও বিটা-ক্যারোটিন নামের দুটি ক্যারোটিনয়েড। কিন্তু গাঁজরে শুধু একটি পুষ্টি উপাদান নয়, অনেক পুষ্টি উপাদান রয়েছে যা চোখের জন্য খুবই উপকারী। গাঁজরে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন এবং জেক্সানথিন,যা চোখের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। এটি চোখের রেটিনা ও লেন্সের জন্য ভালো। প্রতিদিন একটি করে গাঁজর খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। গাঁজরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা রক্তে সুগার এবং ইনসুলিনের জন্য খুবই ভাল। কাঁচা বা সামান্য রান্না করা গাঁজরে কম গ্লাইসেমিক ইনডেক্স থাকে, যা সুগারের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীরা আরামে গাঁজর খেতে পারেন। 

* ওজন নিয়ন্ত্রণে উপকারী: গাজরের সবচেয়ে বিশেষ বিষয় হল এতে ৮৮ শতাংশ পর্যন্ত জল থাকে। এতে রয়েছে ফাইবার এবং রুফেজ। যার কারণে ওজন নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও, আপনি যদি প্রতিদিন একটি গাজর খান তবে আপনি প্রায় ৮০ শতাংশ ক্যালোরি পাবেন। যার কারণে আপনি দীর্ঘ সময়ের জন্য পূর্ণ বোধ করেন। এই সবজি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। 

* BP ব্যালেন্স কার্যকরী:  আপনার রক্তচাপ বেশি হলে প্রতিদিন ১টি করে গাঁজর খাওয়া উচিত। গাঁজরে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা BP ব্যালেন্স করতে কাজ করে। এটি শরীরে সোডিয়াম স্তরের ভারসাম্যও বজায় রাখে। যার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হার্ট সুস্থ রাখতে গাঁজর খুবই ভাল।

You might also like!