Country

1 hour ago

Shehzad Poonawalla: মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী, পুনাওয়ালা

Shehzad Poonawalla
Shehzad Poonawalla

 

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর : আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। বুধবার পুনাওয়ালা বলেন, মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জন্য তৃণমূল কংগ্রেস সম্পূর্ণরূপে দায়ী।

পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের পদত্যাগ সম্পর্কে পুনাওয়ালা বলেন, "এই সম্পূর্ণ বিশৃঙ্খলার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। প্রশাসন এবং পুলিশের উপস্থিতি কোথায় ছিল? (অনুষ্ঠানের জন্য) ব্ল্যাকে টিকিট কাটা হয়েছিল। আমরা সবাই দেখেছি তিনি (অরূপ বিশ্বাস) স্টেডিয়ামের ভেতরে সেলফি তুলছিলেন এবং সুযোগ লুফে নিচ্ছিলেন; তাঁকে গ্রেফতার করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এখন কেবল কসমেটিক অ্যাকশন করছেন এবং তাঁর নিজেরও পদত্যাগ করা উচিত। দর্শকদের টাকা ফেরত দেওয়া উচিত। অরূপ বিশ্বাস এবং সুজিত বোসকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। এই ঘটনা আমাদের লজ্জিত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাবদিহি করতে হবে।"

You might also like!