Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

kolkata

10 months ago

Mithun Chakraborty Attend ABVP event: ২ জুন এবিভিপির অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী, প্রস্তুতি শুরু

Mithun Chakrabarty BJP Leader (File Picture)
Mithun Chakrabarty BJP Leader (File Picture)

 

কলকাতা: সামনের মাসের গোড়ায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গে আসতে পারেন মিঠুন চক্রবর্তী৷ এবিভিপি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ছাত্র সংগঠন৷ এ নিয়ে শুরু হয়েছে উদ্যোক্তাদের প্রস্তুতি।

২ জুন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মিঠুনের ৷ সল্টলেকে ইজেডসিসি-তে অনুষ্ঠিত হতে চলেছে ‘লিড বেঙ্গল স্টুডেন্টস কনক্লেভ’। সেই অনুষ্ঠানে অভিনেতা-নেতা মিঠুনই প্রধান অতিথি বলে জানা গিয়েছে৷ দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতিতে আছেন৷ একসময় তৃণমূলে ছিলেন৷ রাজ্যসভায় তাঁকে সাংসদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন৷

বেশ কিছুদিন সেভাবেই কাটানোর পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে দল বদল করেন তিনি৷ বর্তমানে তিনি গেরুয়া শিবিরের অন্যতম তারক-মুখ৷ এসবের অনেক আগে বিগত বাম সরকারের সঙ্গেও তাঁর সখ্য নিয়ে চর্চা হত সংবাদমাধ্যমে৷ প্রয়াত পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে রাজনৈতিক জলঘোলা হয়েছে বিস্তর৷ একাধিকবার সুভাষবাবুর হয়ে তাঁর বিধানসভা এলাকা দমদমে প্রচারও করতে দেখা গিয়েছে অভিনেতাকে।


You might also like!