kolkata

1 year ago

Madan Mitra complains about Sagar Dutta Hospital: সাগর দত্ত হাসপাতালে দালালরাজের অভিযোগ মদন মিত্রর

Madan Mitra  (File picture)
Madan Mitra (File picture)

 

উত্তর ২৪ পরগনা, ২৪ সেপ্টেম্বর : সাগর দত্ত হাসপাতালে দালালরাজ নিয়ে সরব কামারহাটির বিধায়ক মদন মিত্র। মোটা টাকার বিনিময়ে আইসিসিইউ-র বেড থেকে রক্ত বিক্রির অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়কের। খবর পেয়ে পরিস্থিতি দেখতে হাসপাতালে ছুটে আসেন তিনি। দালালরাজ ঘিরে একাধিক অভিযোগ করেন তিনি। শুক্রবার রাতের পর শনিবারও ফের সাগর দত্ত হাসপাতালে যান মদন মিত্র। আগামী মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকও ডেকেছেন তিনি।

কামারহাটির বিধায়কের অভিযোগ, সাগর দত্ত হাসপাতালে আইসিসিইউ-র জন্য ৬০০০ টাকা, রক্তের জন্য ১৭০০ টাকা দর। অভিযোগ, রমেন হালদার নামে এক রোগীকে ভর্তি করার জন্য তাঁর পরিবারের কাছে সিসিইউ-র বেডের জন্য ৬ হাজার ও রক্তের জন্য ১৭০০ টাকা দাবি করে দালালরা। পাশাপাশি প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ, তৃণমূল বিধায়কের।

মদন মিত্রের বক্তব্য, 'পুলিশ ও প্রশাসনের কাছে গোটা বিষয়টা দেখতে বিধায়ক হিসেবে জানাচ্ছি। প্রয়োজন পড়লে তাঁদের পায়ে পড়ে অনুরোধ করব, যে আপনারা মানুষগুলোকে এভাবে মরতে দেবেন না।'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে ফিরলে তাঁকেও গোটা ঘটনা জানাব বলেই জানান মদন মিত্র। কামারহাটির বিধায়কের বক্তব্য, মুখ্যমন্ত্রী ফিরলে চিঠি দেব। তাঁর ব্রেন চাইন্ড যা করোনার সময় হাজার হাজার মানুষকে সুস্থ করেছে, সেখানেই চলতে থাকা দালালরাজ আপনার মুখে চুন-কালি দিচ্ছে।' এর আগে হাসপাতালে দালালরাজের অভিযোগ তুলে এসএসকেএম বয়কটের ডাক দিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল।

সাগর দত্ত হাসপাতালে গিয়ে মদন মিত্রের খেদ, 'দালালদের কাছে সরকার মাথা নত করে নেবে ? এটা হতে পারে না'। সাগর দত্ত হাসপাতালে বেড পেতে যেমন দালালরা অর্থ দাবি করছে তেমনই সেখান থেকে পিজিতে নিয়ে যেতে ৫ হাজার টাকা দাবি করা হচ্ছে বলেই অভিযোগ মদন মিত্রর। প্রত্যেক রাতে সাগর দত্ত মেডিক্যাল কলেজে রক্ত বিক্রি হয় বলেও অভিযোগ শানিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক।


You might also like!