ভাণ্ডারা, ২৮ এপ্রিল : মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলায় মুম্বই-কলকাতা জাতীয় সড়কে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। এই দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত ১০.৪৫ মিনিট নাগাদ ভাণ্ডারার বেলা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে, একটি বোলেরো গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। মৃতদের নাম - শিলেন্দ্র বাঘেল, শৈলেশ গোকুলপুরে, বিনোদ বিনেওয়ার এবং অশোক ধিরওয়াল। নিহতরা সবাই নাগপুরের বাসিন্দা।
দুর্ঘটনার খবর পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বর কাটাডে একটি কনভয় নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। নিহত এবং আহতদের ভাণ্ডারা জেলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় বোলেরো গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত একজন ব্যক্তি বর্তমানে ভাণ্ডারা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, রায়পুর থেকে আসা বোলেরো গাড়িটি নাগপুর যাচ্ছিল। এতে পাঁচজন যাত্রী ছিলেন। বেলা গ্রামের কাছে হাইওয়ের ওপর গাড়ি ঘোরানোর ফলে নাগপুর থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।