রুদ্রপ্রয়াগ, ২ মে : পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হল কেদারনাথ মন্দির। শুক্রবার সকাল ৭টা নাগাদ বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুলে দেওয়া হয় কেদারনাথ মন্দির। সর্বপ্রথম পুজো করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আগামী ৬ মাসের পুজোর সূচনা উপলক্ষ্যে আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মাধ্যমে শ্রী কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হয়। সেই সময় হাজার হাজার ভক্ত উপস্থিত ছিলেন এবং হেলিকপ্টার থেকে ফুলের পাপড়ি বর্ষণ করা হয়েছিল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি-সহ গুরুত্বপূর্ণ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
কেদারনাথ মন্দিরের দ্বার উন্মুক্ত হওয়ার প্রাক্কালে শ্রী কেদারনাথ ধাম চত্বরে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই খুলে দেওয়া হয় কেদারনাথ মন্দির। মন্দির চত্বরে এদিন সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, "৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন চারধাম যাত্রা শুরু হয়েছে, আজ থেকে দুই দিন পর, ভগবান বদ্রীনাথ বিশালের মন্দিরের দরজাও খুলে যাবে এবং যাত্রা পুরোদমে শুরু হবে। আমরা চেষ্টা করেছি, যাতে ভক্তদের যাত্রা নিরাপদ থাকে এবং যাত্রার সময় তাঁরা কোনও ধরণের সমস্যার সম্মুখীন না হন এবং এর জন্য আমরা যথাযথ ব্যবস্থা করেছি।" মুখ্যমন্ত্রী ধামি আরও বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী বাবা কেদারনাথের একজন বড় ভক্ত। এখানে তাঁর নামে প্রথম পুজো হয় এবং এবারও পুজো সম্পন্ন হয়েছে। ঈশ্বর তাঁকে সুস্থ রাখুন। তিনি যেন সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হন।"