kolkata

11 months ago

Partha chatterjee:৩০০ দিনের ওপর বিনা বিচারে আটকে আছি: পার্থ চট্টোপাধ্যায়

Partha chatterjee
Partha chatterjee

 

কলকাতা, ২২ মে  : ৩০০ দিনেরও বেশি সময় ধরে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার তাঁকে পেশ করা হয় আলিপুর বিশেষ সিবিআই আদালতে। প্রতিবার আদালতে পেশের আগে বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া দেন তিনি। সোমবার বললেন ‘শুধু নিজের কথা’।

এদিন তাঁর কথায় ধরা পড়ে হতাশা। এদিন সাংবাদিকরা তাঁর কাছে গেলে পার্থ বলেন, ৩০০ দিনের ওপরে বিনা বিচারে আটকে আছেন তিনি। এরপরেই বলেন, তা নিয়ে কিছু বলুন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জেরা নিয়ে এদিন তাঁকে প্রশ্ন করা হয়েছিল। তবে সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান পার্থ চট্টোপাধ্যায়।

এদিন তাঁর আবেদন, ‘আমি কেমন আছি? আমার কথা জিজ্ঞাসা করুন’। তা বলার পরেই আদালত কক্ষে ঢুকে যান তৃণমূলের প্রাক্তন মহাসচিব। রাজনৈতিক মহল বলছে, বেশ কিছু দিন বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার পরে তাঁর এদিনের বক্তব্যে স্পষ্ট হতাশা।


You might also like!