Entertainment

47 minutes ago

Jaya Bachchan Paparazzi row: “পাপারাজ্জিদের সঙ্গে আমার সম্পর্ক শূন্য”–জয়া বচ্চনের ‘অ্যাংরি ওম্যান’ মন্তব্যে সরগরম মুম্বইয়ের পাপারাজ্জি মহল

Actor Jaya Bachchan
Actor Jaya Bachchan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডের প্রবীণ নায়িকা জয়া বচ্চন ছবিশিকারিদের কাছে ‘অ্যাংরি ওম্যান’। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে তার মন্তব্য নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ‘উই দ্য ওম্যান’ অনুষ্ঠানে জয়া বলেন,  “নোংরা জামাকাপড় পরে চলে আসে, হাতে চারটে মোবাইল, ক্যামেরা। এরা কারা? ওদের কোনও শিক্ষাগত যোগ্যতা রয়েছে?” জয়ার এই মন্তব্যেই ছবিশিকারিরা রীতিমতো অপমানিত বোধ করেছেন। একজন প্রসিদ্ধ এবং খ্যাতিসম্পন্ন অভিনেত্রীর এহেন শব্দচয়ন নিয়ে আপত্তি তুলেছেন তাঁদের একাংশ। 

হাতে ক্যামেরা দেখলেই সেলেবদের বিরক্ত হওয়া নতুন নয়। সেই প্রেক্ষিতে সম্ভবত বলিউড তারকাদের তালিকায় প্রথম নাম জয়া বচ্চনের! সম্প্রতি ‘উই দ্য ওম্যান’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে জয়া বচ্চন মন্তব্য করেন, “মিডিয়ার সঙ্গে আমার সম্পর্ক অসাধারণ, আমি ওদের পণ্য। কিন্তু পাপারাজ্জিদের সঙ্গে আমার সম্পর্ক শূন্য। এরা কারা? দেশের জনগণের প্রতিনিধিত্ব করার জন্য এদের কোনও শিক্ষাগত যোগ্যতা রয়েছে? সাংবাদিকতা মানে তারকাদের জমায়েতে ফোন হাতে পৌঁছে যাওয়া নয়। হাতে ক্যামেরা থাকলেই নিজেদের সাংবাদিক বলা যায় না। এর জন্যে পড়াশোনার প্রয়োজন। আমার বাবা সাংবাদিক ছিলেন। আমি জানি প্রকৃত সাংবাদিক কাকে বলে?” 

জয়ার এই মন্তব্যে প্রথম সারির পাপারাজ্জিরা অপমানিত বোধ করেছেন। বারিন্দর চাওলা, মানব মঙ্গলানি থেকে পল্লব পলিওয়ালের মতো একাধিক প্রথমসারির ফটোশিকারি এপ্রসঙ্গে প্রতিবাদ জানিয়েছেন। এক বলিউড মাধ্যমের কাছে নিজেদের যন্ত্রণার কথাও তুলে ধরেছেন তাঁরা। ছবিশিকারিদের কথায়, “অমিতাভজি প্রতি রবিবার জলসার বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন। তখন প্রথমসারির কোনও মিডিয়া সেখবর দেখায় না। কিন্তু আমরা ঠিক পৌছে যাই। তাই জয়াজির একটু পরিষ্কার করে বলা উচিত উনি ‘প্যাপস’ বলে যাঁদের আক্রমণ করলেন, সেই তালিকায় কি ইউটিউবার, ভ্লগার, অনুরাগীরাও রয়েছেন? তাঁদের সংযোজন, কাউকে এতটাও খারাপভাবে বলা উচিত নয়। তাই সহকর্মীদের বলেছি, নিজেদের আত্মসম্মান বজায় রাখো আর বচ্চন পরিবারকে বয়কট করো।” 

নেটদুনিয়ায় জয়ার মন্তব্য ভাইরাল হওয়ার পর তীব্র হয়েছে সমালোচনার ঝড়। পাপারাজ্জিরা, ভবিষ্যতে তাদের পেশাগত মর্যাদা বজায় রাখার জন্য বচ্চন পরিবারকে বয়কট করবার ডাক দিয়েছেন। তবে কী ভবিষ্যতে সেপথে হাঁটবেন মুম্বইয়ের পাপারাজ্জিরা? বলিউডে বচ্চন পরিবার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবার, সেক্ষেত্রে এই আহ্বান কতটা বাস্তবায়িত হয় সেটাই দেখার বিষয়। 

You might also like!