kolkata

2 years ago

Dr. Bidhan Chandra Roy's Birthday : রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদায় বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী, বিধানসভায় মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য

Dr. Bidhan Chandra Roy's Birthday (File Picture)
Dr. Bidhan Chandra Roy's Birthday (File Picture)

 

কলকাতা, ১ জুলাই : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং নব বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ বার্ষিকী শনিবার রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে। আজকের দিনটি জাতীয় ‘চিকিৎসক দিবস’ হিসেবে’ও পালিত হচ্ছে। রাজ্য সরকারের তরফে একগুচ্ছ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। 

কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে বিধানচন্দ্র রায়-এর বাসভবনে মূল অনুষ্ঠানে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নবান্নে সমবায় মন্ত্রী অরূপ রায় পুষ্পার্ঘ্য নিবেদন করেন। বিধানসভা ভবনেও ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রমুখ। মহাকরনের বিপরীতে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এদিন তাদের কার্যালয় বিধান ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

You might also like!