কলকাতা, ৪ জুলাই : ওবিসি সংক্রান্ত মামলা আদালতের বিচারাধীন হওয়ার কারণেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে দেরি হচ্ছে। নীতিগত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বোর্ড। এ কথা জানিয়েছেন চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক অনুষ্ঠানে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখেন তিনি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ছাত্র ছাত্রীদের সঙ্গে অভিভাবকদের দুশ্চিন্তা রয়েছে। তাদের সকলকে আশ্বস্ত করেছেন তিনি এবং বলেছেন, ওবিসি সংক্রান্ত বিষয়টি বিচারাধীন থাকায় ও সংরক্ষণের প্রশ্নে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশেই বিলম্ব হচ্ছে। শুক্রবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে চেয়ারম্যান জানান, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সবরকম ভাবে প্রস্তুত। যেমন নির্দেশ আসবে তেমন ফল প্রকাশ করা হবে। তবে, তিনি এই প্রসঙ্গে আরও বলেন, গত ২৭ এপ্রিল পরীক্ষা গ্রহণ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। জুন মাসের ৫ তারিখ ফল প্রকাশের কথা ঘোষণা করা হয়েছিল। সেই মতো বোর্ড প্রস্তুতি নেয়। যদিও তা প্রকাশ করা যায় নি। প্রসঙ্গতঃ ২০১৪ সালের যে আইন তদানুসারে কেউ পরিচালিত নয়। সেই নিয়মে এই মুহূর্তে কেউ সংরক্ষণের এক্তিয়ারে পড়ে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষা নেওয়াটুকু মাত্র দায়িত্ব বোর্ডের এবং ফল প্রকাশ। কোন সংরক্ষণ সূত্রে তা পড়বে এই দায়িত্ব জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নয়। উল্লেখ্য, এই অনুষ্ঠানে বোর্ডের রেজিস্টার দিব্যেন্দু কর গোটা ঘটনা স্বীকার করে নিয়েছেন। এর রেশ ধরেই তিনি বলেন, চেয়ারম্যান বিশদে পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন।