kolkata

4 hours ago

Suvendu Adhikari: ভিডিয়ো শেয়ার করে শাসক দলকে নিশানা শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ৫ জুলাই : আলিপুরদুয়ারের ফালাকাটায় এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মহিলাদের মারধর ও গালিগালাজের অভিযোগ উঠেছে। সেই ঘটনা ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে । ঘটনাটি ঘটেছে ফালাকাটার কুঞ্জননগরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার রাতে এই ভিডিয়ো শেয়ার করে নিশানা করেছেন শাসক দলকে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সরকারি প্রকল্পের কাজ ঘিরে বিতর্ক শুরু হয় এলাকায়। প্রকল্প নিয়ে আপত্তি জানিয়ে কাজ থামাতে গেলে কয়েকজন মহিলা বাসিন্দাকে রাস্তায় হেনস্থা করেন তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত কর ও তাঁর ঘনিষ্ঠ অর্জুন দাস। ভিডিওতে দেখা যায়, একাধিক মহিলার সঙ্গে ধস্তাধস্তি চলছে, ব্যবহার করা হচ্ছে অশ্রাব্য ভাষা।

ভিডিয়োটি প্রথম সামাজিক মাধ্যমে শেয়ার করেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মণ। পরে ভিডিয়োটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার পর থেকে বিজেপি নেতা-কর্মীরা ফালাকাটা থানার সামনে বিক্ষোভ দেখান।বিজেপি সূত্রে খবর, এই ঘটনায় ফালাকাটা থানায় এফআইআর দায়ের হয়েছে অসিত কর ও অর্জুন দাসের নামে। এদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য, ''তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গে মা-বোনেরা একদমই সুরক্ষিত নয়। প্রতিনিয়ত রাজ্যের প্রায় সর্বত্র মহিলারা তৃণমূল নেতা কর্মীদের হাতে অত্যাচারিত, লাঞ্ছিত হচ্ছেন।''

You might also like!